তরঙ্গ ওঠে - সুকান্ত গঙ্গোপাধ্যায় Torongo Othe by Sukanta Gangopadhyay

তরঙ্গ ওঠে - সুকান্ত গঙ্গোপাধ্যায় Torongo Othe by Sukanta Gangopadhyay

তরঙ্গ ওঠে 
সুকান্ত গঙ্গোপাধ্যায়  

সদ্য মাতৃহারা কলেজের ফার্স্ট ইয়ারের সায়র, সে একদিন তার প্রেমিকার মায়ের কাছে জানতে পারে তার বাবা এক মহিলার প্রেমে পড়েছেন। সে সিদ্ধান্ত নেয় সেই মহিলাকে মায়ের স্থান নিতে দেবেনা তাকে সরিয়ে দেবে দুনিয়া থেকে। এই পরিস্থিতিতে উপন্যাসের শুরু। তারপর লেখক সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে এই উপন্যাস। তা শেষমেশ সমস্ত অস্থিরতা অতিক্রম করে এক সুগভীর রূপ নেয়। মানুষের জীবনের জটিল নকশা আঁকতে শুরু করেন লেখক। 

এই কথা বলতে গিয়ে লেখক টান দিয়েছেন জীবন সম্পর্কে প্রচলিত ধারণার মর্মমূলে।

রিভিউটি লিখেছেনঃ Palash Biswas

review
বই - তরঙ্গ ওঠে 
লেখক - সুকান্ত গাঙ্গুলী 
নিজের প্রেমিকার মায়ের কাছ থেকে বাবার অবৈধ সম্পর্কের কথা জানতে পারে সদ্য মা-হারা সায়র। এদিকে স্ত্রীকে হারিয়ে নিজেও কেমন যেন অসহায় হয়ে পড়েছেন দেবাংশু। আর এসবের মাঝেই তীব্র সংকটে পড়েছেন জয়িতা। চার বছরের সম্পর্কের কাছ থেকে তার পাওয়ার আশা কোনোদিনই কিছু ছিলোনা। তবু শেষে এসে তাকে বেছে নিতে হলো আত্মহননের পথ।
জটিল মানসিক বিপর্যয়কে সুনিপুন ভাবে গল্পের মধ্যে সাজিয়েছেন লেখক। অস্তিত্বের বিপন্নতার কাছে ভালোবাসা ঠিক কতোটা প্রাধান্য পেতে পারে তার উত্তর খুঁজে চলেছে এই গল্পের প্রতিটা চরিত্র।
গল্পের মধ্যে এছাড়া বিশেষ কোনো টানাপোড়েন বা নতুনত্ব নেই। ঝরঝরে লেখার জন্য পড়তে বেশি সময় ও লাগেনা। বিষয় চির-পরিচিত হলেও,গভীরতা ছুঁতে পেরেছে অনায়াসেই।

রেটিং - ৩/৫

রিভিউটি লিখেছেনঃ Sayonara

Post a Comment

0 Comments