নামঃ তিস্তা যাবেই
লেখকঃ সুকান্ত গঙ্গোপাধ্যায়
প্রকাশনাঃ মিত্র ঘোষ
মূল্যঃ ৭০ টাকা
পরাগকে হারানোর আশঙ্কায় বিয়ের আগেই সন্তান সম্ভবা হয়ে পড়ে তিস্তা। কিন্তু বাস্তব ও তার টানাপোড়নে পরাগের অনুভূতির তোয়াক্কা না করেই সেই অবাঞ্ছিত সন্তানকে জন্ম দেওয়া থেকে পিছিয়ে আসে সে। অগোছালো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন পলাশ শুধুমাত্র তিস্তার প্রেমকে অবলম্বন করে গড্ডালিকায় গা ভাসাতে গিয়েও তিস্তার থেকে পাওয়া ধাক্কায় আবার এলোমেলো হয়ে পড়ে। এই সময় পরাগের জীবনে আসে একটি মানসিক প্রতিবন্ধী ছেলে। জীবনের মোড় ঘুরতে শুরু করে ঠিক এখান থেকে। ছেলেটির ভাগ্যের সাথে জড়িয়ে যায় পলাশের ভাগ্য। এদিকে তিস্তার জীবনে আস্তে আস্তে জায়গা তৈরি করতে সক্ষম হয়, তাঁর বাবার পুরনো বিলেত ফেরত ছাত্র। দূরত্ব থেকে তৈরি হওয়া অভিমান ফিকে হতে হতে একসময় দুজনের মনের মধ্যে অতীতের স্মৃতিটুকুও বর্তমান থাকেনা। জীবনের ঘাত প্রতিঘাতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষ দুটোর মধ্যে তবু থেকে যায় নিয়তি নির্ধারিত এক যোগসূত্র। কি সেই যোগসূত্র? ভবিষ্যতের ঘরে লুকিয়ে আছে তার উত্তর।
১৭১ পাতার এই উপন্যাসের ছত্রে ছত্রে রয়েছে চরিত্রের ওঠা-পড়া, ঘাত প্রতিঘাত ও সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব। এই উপন্যাস আপনাকে ভাবাবে, কখনও আপনাকে দাঁড় করিয়ে দেবে এক অতল খাদের কিনারে, সেখান থেকে আপনি চরিত্রের হাত ধরবেন, কিন্তু রক্ষা করতে পারবেন কি নিয়তির পরিহাস?
রিভিউটি লিখেছেনঃ Nandita
0 Comments
আপনার মতামত লিখুন।