তিন ডাহুক - সালমান হক Tinn Dahuk by Salman Hoq

তিন ডাহুক - সালমান হক Tinn Dahuk by Salman Hoq

তিন ডাহুক - সালমান হক 

বাংলাদেশের বুকে একের পর এক সিরিয়াল কিলিং শুরু হয়েছে যেখানে খুনি মৃতের কপালে রেখে যাচ্ছে তিনটি উড়ন্ত পাখির চিহ্ন। বছর তিরিশ বয়সের মেয়েরা একের পর এক মারা পড়ছে ডাহুকের হাতে যার কাজ এতই নিখুঁত যে প্রমাণ খুঁজে পাওয়া অসম্ভব।

আগে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি যে genre সবচেয়ে বেশি পড়ি, সেটা হল ক্রাইম থ্রিলার। আর ABCD Murders থেকে শুরু করে Now you see me ইত্যাদি বইগুলে খাওয়ার পর যখন শুনি বাংলায় প্রপারলি (আগেও অনেকে চেষ্টা করেছেন, জমেনি) সিরিয়াল কিলিং নিয়ে বই লেখা হয়েছে তখন প্রত্যাশা বেড়েই যায়।

Character building, environment setting, raising stakes - প্রতিটা ক্ষেত্রে বইটা ভয়ানক রকমের ভালো। ডিটেলস এর দিকে নজর আছে, বোকা বোকা ডায়লগ নেই এবং খুব সুন্দর ও যথাযত ভাবে ইনভেস্টিগেশন এর পদ্ধতিকে তুলে ধরা হয়েছে।

খারাপের কথায় আসি। অনেক অনেক পাতা কমানো যেত। অপ্রাসঙ্গিক বহু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলোর কোনো দরকার ছিল না। তবে সব থেকে বাজে হল বইয়ের বানান - এত ভুল একসাথে খুব কম দেখা যায়। এর জন্যে লেখক নয়, দায়ী প্রকাশনী সংস্থা।

শেষে বলি, তিন ডাহুক-এ অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু তবুও দুর্দান্ত। খুঁত আছে ঠিক, কিন্তু এমন বই লেখা না হলে আরও আরও ভালোটা পাওয়া যাবে না।

তাই ফাইনাল মার্কস = 
   গল্প (৭)
+ ডিটেলস ও তথ্য (১)
+ ভিলেনের দিকে নজর (১)
-  অপ্রাসঙ্গিক লেখালিখি (১)
-  বানান ও ছাপার ভুল (১)
= ৭ / ১০

রিভিউটি লিখেছেনঃ তিতাস

তিন ডাহুক
লেখক - সালমান হক

দ্য ডিভোশান অফ সাসপেক্ট এক্স পড়ার পর অনুবাদক সালমান হক সম্পর্কে আগ্রহী হয়ে তার লেখা মৌলিক থ্রিলার  এই উপন্যাসটি পড়তে শুরু করি। এখানে অপরাধী ছোট বেলায় সৎ মা কর্তৃক অত্যাচারিত হয় আর পরে স্ত্রীর কাছে প্রতারিত হয়ে এক সাইকোকিলারে রূপান্তরিত হয়। আর তাকে ধরতে হাজির হয় এন বি আই টিম। কে অপরাধী তা গল্পের শেষে এসে জানা যায়। ধরা ও পড়ে কিন্তু  দুটি প্রাণের বিনিময়ে। গল্পকার হিসেবে খারাপ নয় শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আছে। শুধু আমার ভারতীয় যারা বাংলাদেশের কথ্য ভাষার সাথে পরিচিত নন তাদের একটু খটমট লাগতে পারে অন্তত আমার লেগেছে। কিন্তু প্লট টা খুবই ভালো। রেটিং করা আমার ঠিক পছন্দ নয় তাই করছি না। পরিশেষে ধন্যবাদ টিম বর্ণপরিচয় কে এমন সুন্দর সুন্দর থ্রিলার পড়তে সুযোগ করে দেয়ার জন্য। এধরনের আরও থ্রিলার ভবিষ্যতে আপনাদের কাছ থেকে উপহার পাবো এই আশা করি। বই পড়ুন বই এর আলোকে আলোকিত হন। ধন্যবাদ।

রিভিউটি লিখেছেনঃ Abhijit Mondal

Post a Comment

0 Comments