বইয়ের নাম - তিন বাহু দশ মুখ
লেখকের নাম - অনির্বাণ মুখার্জী
কখনো ভাবিনি ইংরেজিতে ড্যান ব্রাউন যে কাজটা করার জন্য জনপ্রিয় সেটা এই বাংলায় কোনো লেখক করে দেখাতে পারবে। ওপারের (বাংলাদেশ) লেখকরা করতে পেরেছিলেন, কিন্তু আমাদের এপারের লেখকরা সেটা এতদিন করে উঠতে পারছিলনা। কিন্তু এই বইটা পড়ে বুঝতে পারলাম, বাংলায় প্রথম ড্যান ব্রাউন ঘরানার লেখা এসে গেছে।
এই গল্পের কাহিনি এমনই, যেখানে রয়েছে থ্রিল, ষড়যন্ত্র, অপহরণ, খুন, গুপ্তহত্যা আবার তার সাথে তেমনি রয়েছে পুরাণ, ইতিহাস, সিম্বলজি, স্পেকুলেশন, এবং সাথে আরও অনেক প্রশ্ন।
দুই বন্ধু ঘটনাচক্রে এমন একটি জিনিসের হদিস পায়ে, যেটার গুরুত্ব তৎক্ষণাৎ বুঝতে না পারলেও, পরে বুঝতে পারে সেই জিনিসটা কয়েক বছর না, প্রায় কয়েক হাজার বছরের পুরোনো ইতিহাসের এক প্রামাণ্য দলিল। আর সেটিকে রক্ষা করার জন্য রয়েছে এক গুপ্তদল। যা প্রজন্মের সাথে সাথে দলের সদস্য পরিবর্তিত হয়ে চলেছে। আর সেই দলের সাথেই জড়িয়ে পরে ওই দুই বন্ধু।
লেখক খুব সুন্দর ভাবে সহজ ভাষায় বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন, সাথে অনেক তথ্যও প্রদান করেছেন। এতো ঘটনা একসাথে প্রবাহিত হয়েছে, তবু একবারের জন্য মনে হয়নি যে কোথাও ঘেঁটে ফেলেছেন বা খেই হারিয়েছেন। তবে ক্লাইম্যাক্সটা একটু দুর্বল মনে হলো। শুধু ওইটুকু বাদ দিলে, বাকিটা বলবো অসাধারণ।
রিভিউটি লিখেছেনঃ Shanti Swarup
বইয়ের নাম - তিন বাহু দশ মুখ
লেখকের নাম - অনির্বাণ মুখ্যোপাধ্যায়
বইটি সত্যিই খুব ভালো লাগলো। কি নেই এই গল্পে - সবই আছে। এক দিকে রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে; অন্য দিকে আছে পুরান আর ইতিহাসও। গল্পে মশলার কোনো অভাব রাখেননি লেখক।
গল্প খুব বড়ো হলেও গল্পের সাসপেন্স আর থ্রিল বইয়ের সঙ্গে মনকে বিচ্ছিন্ন হতে দেবেই না। তবে গল্পের শেষটা একটু দুর্বল, আগে থেকেই বোঝা যায় কি হতে চলেছে। ওইটুকু বাদ দিলে বাকি পুরো গল্পটা অসাধারণ।
এবার গল্পের প্লটের একটুকরো আভাস দিই। গল্পের শুরু অন্ধকার জগতের এক ছোটোখাটো বস্তুর লেনদেন নিয়ে। এবং তারপর ওকে ঘিরেই খুনোখুনি, রহস্য, চুরি,গুপ্তদল, গুপ্তদলের রহস্য, মাঝখানে ইতিহাসের কাহিনীর আগমন, চুরি, অপহরন, অ্যাকসিডেন্ট, বিশ্বাসঘাতকতা। দুই বন্ধুর এইসবের মধ্যে জড়িয়ে পড়া ও ধীরে ধীরে রহস্যের কিনারা অব্দি যাওয়া - এই নিয়ে গল্পের কাহিনী।
আশাকরি আরো অনেকেরই এই গল্প পড়ে ভালো লাগবে।
রিভিউটি লিখেছেনঃ
তিন বাহু দশ মুখ
অনির্বাণ মুখোপাধ্যায়
এক কথায় বলতে গেলে বলতে হয় "অনবদ্য" উপন্যাস। লেখক যেভাবে একটা প্লট পয়েন্ট কে মসৃন ভাবে নিয়ে এগিয়েছেন সেটা খুবই প্রশংসনীয়। আর Indus Valley Civilisation নিয়ে এত যুক্তিসম্মত আর সূচারু লেখা আমি এই প্রথম পড়লাম। অসাধরন লাগলো।
বই এর নাম প্রচ্ছদ এবং ভিতরে অলঙ্করণ গুলো বইটিতে আলাদা মাত্রা যোগ করেছে এবং আরো আকর্ষণীয় করে তুলেছে।
সবাইকে বলবো বই টা অব্যসই পড়ে দেখতে।
0 Comments
আপনার মতামত লিখুন।