তারানাথ তান্ত্রিক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দোপাধ্যায় Taranath Tantrik by Bibhutibhushan Bandyopadhyay

তারানাথ তান্ত্রিক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দোপাধ্যায় Taranath Tantrik by Bibhutibhushan Bandyopadhyay

তারানাথ তান্ত্রিক
বিভূতিভূষণ এবং তারাদাস বন্দোপাধ্যায়।

তারানাথ তান্ত্রিক আর তার বিচিত্র জীবন নিয়ে অনেকেই লিখেছেন,আমি নবতম সংযোজন।বিভূতিভূষণ বন্দোপাধ্যায় নিয়ে যারা চর্চা করেন তাদের কারোরই অজানা থাকার কথা নয় পরলোক, অলৌকিক, তন্ত্র সাধনা ইত্যাদি বিষয়ের প্রতি লেখকের প্রচন্ড আকর্ষনের কথা।এই আকর্ষণ, ভালোবাসা থেকেই তারানাথের জন্ম। শেষ বয়সে গৃহী হাতদেখা সাধারণ জোতিষী হলেও এককালে মধু সুন্দরী দেবী আর মাতু পাগলীর কৃপাধন্য তারানাথ বাংলার গাঁয়ের আনাচে কানাচে অনেক আধভৌতিক এবং বিচিত্র সব ঘটনার সাক্ষী এবং অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় চরিত্র রুপে বিরাজমান। বিভূতিভূষণের পরে তার সুযোগ্য সন্তান তারাদাস বন্দোপাধ্যায় তারানাথের কাহিনীর আরো বিস্তৃতি ঘটিয়েছেন, এককালের ভবঘুরে তারানাথকে করে তুলেছেন গল্পপ্রিয় বাঙালির এক কাছের মানুষ, ভালোবাসার মানুষ।তারানাথের গল্প মানেই কি হালের বিভিন্ন রোমাঞ্চকর বইয়ের মতো শুধু তন্ত্র মন্ত্র আর প্রেত পিশাচের গল্প?না, এগুলো তো আছেই তবে এগুলো ছাপিয়ে তারানাথ বলে চলেছে সেই সময়ের সুন্দর প্রকৃতির গল্প, নিঃস্বার্থ নির্লোভ মানুষের গল্প আর সর্বোপরি ভালোবাসার গল্প।তারানাথের সাথে আমরাও যেন বেরিয়ে পড়ি সবুজ বাংলার পথে প্রান্তরে, দুচোখ ভরে দেখি প্রকৃতিকে আর মানুষের সরলতা, ভালোবাসায় হই মুগ্ধ একই সাথে গা শিউরে ওঠে যখন এই মানুষই ধারণ করে পিশাচের রুপ।তাই আপনার যদি এখনো না পড়া থাকে আজই তারানাথকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন সবুজ বাংলার পথেঘাটে।

রিভিউটি লিখেছেনঃ Shuvro Noman

বইয়ের নাম - তারানাথ তান্ত্রিক
লেখকের নাম- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ও তারাদাস বন্দ্যোপাধ্যায় 
প্রকাশনী - মিত্র ও ঘোষ
কি জাতীয় বই - তন্ত্র ভৌতিক
মূল্য - ৪০০টাকা
রেটিং - ৯/১০
রিভিউ- 
বাংলা সাহিত্য এখন তন্ত্র সমৃদ্ধ।বহু নামী লেখক লেখিকারা এখন তন্ত্র নিয়ে, মূলত তন্ত্র ভৌতিক বিষয়ের উপর লিখছেন।তবে এর শুরু যদি কোথাও বলা যায়,তাহলে তারানাথ তান্ত্রিকের নাম উল্লেখ করতেই হয়।প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরে তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক কে নিয়ে গল্প লেখেন।
                তারানাথ তান্ত্রিকের সাথে আমাদের পরিচয় হয় গল্পের বক্তা ও তার বন্ধু কিশোরী সেন এর মাধ্যমে।হাত দেখানোর অছিলায় হঠাত ই একদিন তারা গিয়ে পরে তারানাথ এর বাড়িতে।তারপর তৈরি হয় এক অসম বন্ধুত্ত,আর আমরা জানতে পারি তারানাথের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা।বিশ্বাস করতে না চাইলেও তন্ত্রের বিভিন্ন প্রক্রিয়া- বশীকরণ,মারণ,উচাটন ইত্যাদি সম্বন্ধে মানুষের চিরদিনের কৌতূহল এবং তারানাথ তান্ত্রিক এই কৌতূহল যথা সম্ভব নিবৃত্ত করেছেন তার এই গল্পগুলোর মাধ্যমে।
               ছোট বেলাকার সময় থেকে শুরু করে,খুব অল্প বয়সে গৃহত্যাগী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর মধ্যে গ্রাম বাংলার যে বর্ণনা তারানাথ তান্ত্রিকের গল্পে পাওয়া যায় তা এককথায় অসাধারণ।তার সঙ্গে আছে বিভিন্ন স্থানে গিয়ে তারানাথ এর করা আশ্চর্য সব তন্ত্র প্রক্রিয়া।তন্ত্র প্রক্রিয়া সম্বন্ধে তারানাথ বিশদে না বললেও যেটুকু জানা যায়,তাতে পাঠকের মনে একইসাথে তন্ত্র সম্বন্ধে কৌতূহল এবং ভীতি জন্মায়।
           বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে যে দারুন একটি চরিত্রের সৃষ্টি করেন,তারাদাস বন্দ্যোপাধ্যায় যথাযথভাবে তার গল্পকে এগিয়ে নিয়ে যান পরিসমাপ্তির দিকে।তারাদাস বন্দ্যোপাধ্যায় আরেকটি বই লেখেন "অলাতচক্র", যেটিকে এই বইয়ের বর্ধিত অংশ বলা যেতে পারে।
          তবে বইটি পড়ার শেষে কোথাও একটা মন খারাপ থেকে যায়,আর তারানাথ তান্ত্রিকের গল্প শোনা যাবে না বলে।কারন এক সময় তো সব গল্পকেই থামতে হয়, এমনকি তারানাথ বইয়ের শেষে নিজেও বলেছেন "তারপর এক সময় তো থামতেই হবে "।

রিভিউটি লিখেছেনঃ Dibyendu Rano দিব্যেন্দু রানো

Likhon
বইয়ের নামঃ তারানাথ তান্ত্রিক
লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দোপাধ্যায়

গ্রুপ এর অনেকেই হয়তো এতি মধ্যেই এই ভুতুড়ে সিরিজ টা পড়ে শেষ করে ফেলেছেন। আমি করে এসেছি গতবছর কিন্তু আজকে রিভিউ দিচ্ছি।
যারা নতুন তাদের জন্য। একদম আলাদা ধাঁচের একটা ভৌতিক সিরিজ। যারা আমার মত তন্ত্র, কালো জাদু এইসব গল্প পছন্দ করেন তাদের জন্যে অবশ্য পাঠ্য একদম। রাত থেকে পড়া শুরু করবেন দেখবেন আলাদা একটা পরিবেশে ঢুকে গিয়েছেন।
এটি সম্পর্কে বর্ণনা করার মত কিছু দেখছি না। তান্ত্রিক তারানাথ এর জীবনী ফুটে উঠেছে পুরো সিরিজ টাই। পুরো সিরিজ টা ভরা তার ছোটবেলা থেকে শুরু করে মধ্যবয়স পর্যন্ত বিভিন্ন হাড় কাপানো গল্প নিয়ে। পড়লে একেবারে মনে হবে গল্পের মাঝে ঢুকে গিয়েছেন।
অবশ্যই পড়ার অনুরোধ রইলো।

রিভিউটি লিখেছেনঃ Likhon

Post a Comment

0 Comments