শ্রী কৃষ্ণ, এক মহা জীবন - বাপ্পাদিত্য পাণ্ডে Srikrishna Ek Moha Jibon by Bappaditya Pande

শ্রী কৃষ্ণ, এক মহা জীবন - বাপ্পাদিত্য পাণ্ডে Srikrishna Ek Moha Jibon by Bappaditya Pande

বইঃ শ্রী কৃষ্ণ, এক মহা জীবন 
লেখকঃ বাপ্পাদিত্য পাণ্ডে 
প্রকাশনাঃ আলাপন প্রকাশন 

দুর্গাপুর বর্ধমান। 
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত
নমহস্তুতে ।। ১

প্রথমত বলি, রিভিউ কীভাবে লিখতে হয় জানিনা, যা মনে হল লিখে দিলাম আর কী। 

বি দ্রঃ শ্রী কৃষ্ণ,  আনতে গেলে ধর্মকে ও তাহলে সমন্বয় নিয়ে আসতে হয় বৈকি, সেই বিষয়টা বই এর পারিপার্শ্বিক অংশ___

শ্রীকৃষ্ণ এক মহাজীবন , এই কথাটার মধ্যে ঠিক কতটা তাৎপর্য আছে? নাস্তিক দের কথা বাদ দিলাম, লেখক এই বইটি উৎসর্গ করেছেন, এই দেশমাতৃকা কে, তাহলে দেশ আর ঈশ্বরের মধ্যে তফাত কোথায়? নাহ আমি এত ভারী ভারী প্রশ্ন তৈরী করছি ঠিক কথা কিন্তু এর উত্তর আমার দেওয়ার ও ক্ষমতা নেই, লেখক শ্রী কৃষ্ণ কে নিজে ভক্ত হিসেবে তুলে ধরেছেন, শ্রী নারায়ণ এর পর পর বিভিন্ন মহান রূপে অবতীর্ণ করবার মধ্যে এই এক রূপ যেটা, মোহময়, মোহন বাঁশির সুরে সারা ভুবন কে উদ্বেলিত করবার একটা যুগ, লেখক এইখানে পর পর আঠেরো টা পর্বে বিবরণ দিয়েছেন এবং তিনি দের মাস ধরে লিখেছিলেন এই পর্ব গুলি, বই এর মূল ভাষায় প্রকাশ করতে পারব না আমি, এই বই এর পূর্ণাঙ্গ রিভিউ দেওয়া যায় না, সেইসব আপনারা গল্প কিংবা উপন্যাস এর পূর্ণাঙ্গ রিভিউ পড়তে পারেন, কিন্তু যতক্ষন না এই বই কে স্পর্শ করে পড়তে পারছেন ততক্ষণ আপনি কিছুতেই আপনার উদ্বেগ কাটাতে পারবেন না। পুরো বইটা আবার, আবারো পড়ব সারাজীবন পড়ব বারে বারে শরীর মন কে শান্ত করতে, বারে বারে মন খুলে কেঁদে উঠতে, বড় ভালো লাগে এই কান্না, যেনো তার অষ্টত্তর শতনাম মনে করতে করতে তার প্রেমে নিমগ্ন হয়ে যেতে পারি আবার, সারা জীবন, আমৃত্যু। আবারো পড়তে পড়তে লেখকের শেষ পৃষ্ঠার তিনটি রেখা আমাকে বড় আকর্ষণ করলো।

কথা তে বলে "যেখানেই ফুল সপে দাও, যাবে একই জায়গায়, কারণ যে কালী সে বিষ্ণু, সে রামকৃষ্ণ, সেই বাবা লোকনাথ"। 
এইখানেই ইতি করলাম...

রিভিউটি লিখেছেনঃ অদিতি চক্রবর্তী

Post a Comment

0 Comments