সেয়ানে সেয়ানে
লেখক: ইন্দ্রনীল সান্যাল
প্রকাশ: ২রা মে ২০২২
'গোলা' অ্যাপ ক্যাবের ইস্টার্ন ইন্ডিয়ার সেলস ম্যানেজার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মনে হয় তাঁদের কোম্পানির নতুন উদ্যোগগুলোর কথা কোনোভাবে আগেভাগেই ফাঁস হয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় কোম্পানির কাছে। তাঁর সন্দেহ অপোনেন্ট ওই অ্যাপ ক্যাব কোম্পানি 'মুভার'-এর ইস্ট জোনের রিজিওনাল ম্যানেজার জয়ী পালিত হানি ট্র্যাপে 'গোলা'-রই রিজিওনাল ম্যানেজার সমর্পণ করগুপ্তকে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছেন কোম্পানির গোপনতম তথ্য! কারণ তিনি খবর নিয়ে দেখেছেন প্রত্যেক শনিবার কোলাঘাটের 'বনলতা সেন রিসর্ট'-এ যান যেখানে জয়ী পালিতও যান। কিন্তু ইনফরমেশন পেলেই হবে না পুলিশের কাছে যেতে প্রমাণ চাই, আর হেড অফিসে মেল করলেও যদি ঘটনাটা মিথ্যে হয় তাহলে তাঁর নিজের চাকরিটাই যাবে, এদিকে পূর্বাঞ্চল শাখার বাণিজ্যিক দিকে ঘাটতি এভাবেই চলতে থাকে তাঁর চাকরিতে এমনিই টান পড়বে! এখন তাহলে উপায়? অনেক ভেবে তিনি এ-টু-জেড ডিটেকটিভ এজেন্সির বছর চল্লিশের ডিটেকটিভ দেবাশিস দাসের শরণাপন্ন হন। ধর্মতলার বিখ্যাত বার ছোট ব্রিস্টলে সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। তারপর শুরু হয় 'খেলা'... বস্তুত এটা যেহেতু 'দেশ' পত্রিকার মে- সংখ্যায় আরও দশটি রহস্য গল্পের সঙ্গেই ঠাঁই করেছে তাই জায়গা কম ছিল, গল্পের কলেবর তাই ছোট, স্বভাবতই বর্ণনার পরিসর কম ছিল। তাই লেখক অনেকটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর লেখার কৌশলটা কাজে লাগিয়েছেন... পারিপার্শ্বিক অবস্থার বিবরণ কম দিয়ে কেবল চরিত্রদের মুখে একের পর এক সংলাপ বসিয়ে একটা বড় গল্পকে মোটামুটি স্বল্প পাতার মধ্যে বেঁধে ফেলা খুব সহজ কাজ ছিল না। এখানে কোলাঘাটের বনলতা সেন রিসর্টে রহস্যের যবনিকা পতনে লেখক কোন চমক লুকিয়ে রেখেছেন জানতে হ'লে পড়ে ফেলতে হবে পুরো গল্পটি। বরাবরের মতো লেখক ইন্দ্রনীল সান্যালের এই লেখাটিও অত্যন্ত মসৃণ ও গতিময়। খুব একটা আনপ্রেডিক্টেবল না হলেও এন্ড ট্যুইস্টটি পাঠকদের মন্দ লাগবে না আশা করাই যায়।
রিভিউটি লিখেছেনঃ Raktim Ghanta
0 Comments
আপনার মতামত লিখুন।