সবুজ সরণি - ইন্দ্রনীল সান্যাল Sabuj Sarani by Indranil Sanyal

সবুজ সরণি - ইন্দ্রনীল সান্যাল Sabuj Sarani by Indranil Sanyal

সবুজ সরণি 
ইন্দ্রনীল সান্যাল 

মেডিক্যাল থ্রিলার বাংলায় খুব কমই লেখা হয়। অবশ্য "সবুজ সরণি" পুরোপুরি থ্রিলারের আওতায় পড়েনা... তবে ডাক্তারি দুনিয়ার বিভিন্ন খুঁটিনাটি দারুণভাবে বর্ণনা করেছেন লেখক। বাস্তবের বেশ কিছু ঘটনার সঙ্গে প্রচুর মিল খুঁজে পেলাম। সত্যি বলতে ইলিনার ঘটনায় ডাক্তারদের ভূমিকা পড়ার সময় মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো ব্যর্থ ডাক্তারের সাফাই পড়ছি। তবে এটা সত্যি যে বহু ক্ষেত্রেই ডাক্তারদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়।
উপন্যাসটির (যদিও উপন্যাস না বলে বড় গল্প বলাই সঠিক হবে) প্রথমদিককার বর্ণনাগুলো খুব রাফ, কাঁচা হাতের লেখা, হয়ত এটা লেখকের শুরুর দিকের লেখা বলে এরকম হয়েছে... তবে পুরোটা পড়ার পর ভালোই লেগেছে। একবার পড়ার জন্য ঠিকঠাক 👍।

《Spoiler》 :
শেষে সুচিত্রা আর সুন্দরের চুমু খাওয়ার ব্যাপারটা না রাখলেই ভালো হত। মনে হল লেখক Happy Ending করার জন্য জোর করে দুজনকে মিলিয়ে দিলেন।

রিভিউটি লিখেছেনঃ SØUHÂRDÝA

Post a Comment

0 Comments