সরোদ সেতার বাঁশি সন্তুর সানাই
সারেঙ্গি রুদ্রবীণা
চাকতির ভাগীদার উদারা সবাই
বিবাদী মুমতাজের কন্যা
রুদ্রপুরের বুকে ভৈরবী জলাশয়ে
মিলে যাবে চাকতিতে চাকতি
বাজবে সে স্বরলিপি সময়ের দুগুনে
কাল রাগ সঞ্জীবনীর মুক্তি ...❤️
ছোটবেলায় আমরা পূজাবার্ষিকিতে যেমন করে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের জন্য বসে থাকতাম এখন অপেক্ষায় থাকি Sougata Basu বাবুর চিত্রনাট্যের জন্য এই প্রখর রৌদ্রতাপে চাতকের মতো🥰
কৈশোরে Harrison Ford এর Indiana Jones দেখে যেভাবে মুগ্ধ হতাম আর ভাবতাম এ বাংলায় এরম সঙ্কেত রহস্যের মাধ্যমে treasure hunt যদি হতো তার সঙ্গে পরম প্রাপ্তি শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনা❤️
নদীতীরে Jimut Roy এর রাগ সঞ্জীবনী 🙏 আর Joy Sarkar এর সুর বুঝিয়ে দেয় বাংলা সঙ্গীতের সোনালী ঘরানা "মরা গাঙে বান আনছে...🥰❤️🙏"
...জানিনা সেই দেশে চিরাগ আছে কিনা, তোমাকে ভালোবেসে সঙ্গীতের যে যাত্রাপথ তানসেনের তানপুরায় সূত্রপাত হয়েছিল রুদ্রবীণার অভিশাপ ঘুচিয়ে সঞ্জীবনী সুধায় বিবাদী মুমতাজের আশীর্বাদে একশো বছরের সামন্ততান্ত্রিক শোষণ থেকে মুক্তির আস্বাদ দিয়ে গেলো ডমরু সম্প্রদায়ের নিপীড়িত মানুষদের🥰❤️
সিরিজের প্রত্যেকের অভিনয় নিয়েই কিছু বলার নেই তবে এই সিরিজ উপহার দিয়ে গেলো নতুনভাবে আলাপের ভূমিকায় @BikramChatterjeeকে😌 বিশেষভাবে উল্লেখ করতে হয় নাদের ভূমিকায় SauravDas এর অভিনয়❤️
পরিশেষে এটুকুই বলতে চাই সঙ্গীতের এই অ্যাডভেঞ্চার নিয়ে বারবার ফিরুক আলাপ শ্রুতি রুদ্র বীণার অভিশাপ।
#RudrabinarObhishaap
রিভিউটি লিখেছেনঃ Roychowdhuri Akash
0 Comments
আপনার মতামত লিখুন।