সিরিজের নাম- রুদ্রবীণার অভিশাপ
প্লাটফর্ম- হইচই
ভাষা- বাংলা
অভিনয়ে- বিক্রম চ্যাটার্জী, রূপসা চ্যাটার্জী, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়
দেখলাম 'রুদ্রবীণার অভিশাপ সিজন- ২'। ২০২০ সালে হইচই প্লাটফর্মে 'তানসেনের তানপুরা' নামে একটি ওয়েব সিরিজ আসে। সিরিজটি ছিল মিউজিক্যাল থ্রিলারধর্মী। তানসেনের তানপুরা বেশ জনপ্রিয়তা পায়। আমি সঙ্গীতের 'স'- ও জানি না, তৎসত্ত্বেও তানসেনের তানপুরা ভীষণ ভাল লেগেছিল। রহস্য রোমাঞ্চের পাশাপাশি অসাধারণ গান যেন সিরিজটিকে অন্যমাত্রা দিয়েছিল। তারপর ২০২১ সালে হইচই তানসেনের তানপুরার সিক্যুয়েল আনে - রুদ্রবীণার অভিশাপ।
একই চরিত্র, একই প্রেক্ষাপট এবং তানসেনের তানপুরা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে শুরু হয় নতুন সিরিজের গল্প। রুদ্রবীণার অভিশাপেও দুটি সিজন রয়েছে। রহস্য রোমাঞ্চধর্মী সিরিজ হওয়া সত্ত্বেও প্রথম সিজন এতটাই ধীর গতির ছিল যে আমি একটানা দেখতেই পারিনি। প্রথমে সিজনে টুকরোটাকরা কিছু ঘটনা ছাড়া সেই অর্থে কিছুই ঘটেনি, অতগুলো এপিসোডের প্রয়োজনই ছিল না। সত্যি বলতে এই কারণেই দ্বিতীয় সিজন দেখার জন্য কোনোরকম উন্মাদনা তৈরী হয়নি। এতদিন পর দেখলাম। দ্বিতীয় সিজনে গতি রয়েছে, কিন্তু ব্যস, ঐটুকুই। তানসেনের তানপুরায় রহস্যভেদ ধাপে ধাপে হয়েছিল, সেখানে যুক্তি দিয়ে বোঝানো হয়েছিল কিভাবে রহস্য খুলছে একের পর এক। কিন্তু এখানে সব কিছুতেই যেন ম্যাজিক হয়ে যাচ্ছে, দুমদাম করে আলাপ সমাধান করে ফেলছে। খাতায় এক মনে লিখছে আর সমাধান হয়ে যাচ্ছে। তাছাড়া সেই একই আবদুলের কাছে গিয়ে আলাপ আর শ্রুতির রহস্য জানতে চাওয়া আর আবদুল যেন অভিমানী প্রেমিকা, তারও জেদ- বলব না। বিরক্তিকর লাগছিল শেষের দিকে। সত্যি বলতে তিন ঘন্টা ধরে ঠিক কী দেখলাম জানি না। রূপঞ্জনা আর সৌরভ যথেষ্ট ভাল অভিনেতা। তাও শেষ দৃশ্যে ওদের অভিনয়ে যেন গলার জোয়ারীটা বেশি ফুটে উঠেছে, দীর্ঘদিন পর মুক্তির আবেগ বা উচ্ছাস বিন্দুমাত্র ধরা পড়েনি সেই চিৎকারে। তারপর একদম শেষে রোহিনীর জন্ম বৃত্তান্ত যেন জোর করে ঢোকানো হয়েছে, রোহিনীকে পৃথিবীর সব থেকে পবিত্র নারী প্রমাণ করতে গিয়ে, আমার মতে, পুরো ঘেঁটে গিয়েছে ব্যাপারটা। আর দ্বিতীয় সিজনের সব থেকে বড় বিরক্তির জায়গা তো ছিল শুরুর থেকে শেষ অবধি সব কিছু সেই কেদার মিশ্রের কাছে গিয়ে থামা। সিনচ্যান কার্টুনের ভক্তরা জানেন যে সিনস্যানের এন্ডিং ট্র্যাকের একটা লাইন রয়েছে - "জো তুমহারি সমঝ না আয়ে, সমঝো সিনচ্যান নে হি কুছ কিয়া"। এখানেও একদম তাই। যেখানে যাই বুঝতে পারবেন না ধরে নেবেন কেদার মিশ্র কিছু একটা করেছে।
আর বেশি বলব না। এখানেই থাক।
IBM rating 5.9/10
রেটিং- ৫/১০ (গানগুলোর জন্য দিলাম)
0 Comments
আপনার মতামত লিখুন।