বইয়ের নাম : রুআহা
লেখকের নাম : বুদ্ধদেব গুহ
প্রকাশনীর নাম : আনন্দ পাবলিশার্স
কি জাতীয় বই : অ্যাডভেঞ্চার
প্রচ্ছদ : হার্ডব্যাক
মূল্য : 200.00
বুদ্ধদেব গুহ আমার অন্যতম প্রিয় লেখক। তাঁর লেখায় প্রকৃতিপ্রেম ও রোমান্টিকতা আমায় ভীষণভাবে আকর্ষণ করে। বুদ্ধদেব গুহ-র লেখা "রুআহা" উপন্যাস মূলত কিশোরসাহিত্য হলেও আমার পছন্দের বইগুলির অন্যতম।
"গুগুনোগুম্বারের দেশে" উপন্যাসে পথপ্রদর্শক ভুষুন্ডার বিশ্বাসঘাতকতায় প্রবল বিপদে পড়ে চোরাশিকারীদের সন্ধানে আফ্রিকার জঙ্গলে উপস্থিত ঋজুদা ও রুদ্র। বিশ্বস্ত সঙ্গী টেডি মহম্মদকে খুন করা হয়। আহত ও মরণাপন্ন ঋজুদাকে নিয়ে রুদ্র আশ্রয় পায় মাসাই জাতির নাইরোবি সর্দারের শরণে। উপন্যাস এখানেই শেষ হলেও ঋজুদার কি হল,তাই নিয়ে পাঠকচিত্তে উৎকন্ঠা দেখা যায়।
"রুআহা" উপন্যাসে ঋজুদা ও রুদ্র পুনরায় আফ্রিকা পাড়ি দেয় ভুষুন্ডাকে তার কৃতকর্মের শাস্তি দিতে এবং চোরাশিকারীদের কর্মকাণ্ড ধ্বংস করতে। এবার তাদের দলে যোগ দেয় রুদ্র-র পূর্বপরিচিতা সুন্দরী, বন্দুক চালানোয় স্টেট লেভেলের চ্যাম্পিয়ন, মডার্ন গার্লস স্কুলের ছাত্রী তিতির। একদিকে অসম্ভব স্মার্ট, বিভিন্ন ভাষায় দক্ষ তিতির কিন্তু রান্নাতেও পারদর্শী। আফ্রিকার জঙ্গলে চোরাশিকারী পরিবৃত অঞ্চলে মহিলা নিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে রুদ্র ঋজুদার এই সিদ্ধান্ত মানতে না পারলেও প্রতিবাদ করে না। নির্দিষ্ট দিনে তারা রওনা দেয় আফ্রিকার উদ্দেশ্যে। শুরু হয় ঘটনার ঘনঘটা।
আফ্রিকায় পৌঁছে ছদ্মবেশ ও ভুয়ো পরিচয়পত্রের আড়ালে অপরাধীদের খোঁজার পালা আরম্ভ হয়। দি গ্রেট রুআহা নদীর তীরে কঙ্গোয়া গেম রিজার্ভ এবং রুআহা ন্যাশনাল পার্ককে ঘিরে কেন্দ্রীভূত এই কাহিনীর অ্যাকশন সিকোয়েন্স যেকোনো হলিউডি সিনেমাকে পরাস্ত করবে। শেষপর্যন্ত, সত্যের জয় এবং অন্যায়ের পরাজয় দিয়ে উপন্যাস শেষ হয়। কিন্তু, উপন্যাসের বিভিন্ন টুকরো স্মৃতির মুহূর্ত তখনও অনুরণিত হতে থাকে পাঠকের হৃদয়ে।
নেতিবাচক দিক: উপন্যাসটি অসাধারণ হলেও কোনো কোনো ক্ষেত্রে লেখকের অত্যাধিক উপদেশ ও তথ্য প্রদানের প্রবনতা উপন্যাসের সহজ গতিকে ব্যাহত করেছে।
ইতিবাচক দিক: বুদ্ধদেব গুহ-র প্রকৃতিপ্রেম অকৃপণভাবে ঝরে পড়েছে উপন্যাসের প্রতিটি ছত্রে। তাঁর রোমান্টিজম পাঠককে শিহরিত করেছে। ঋজুদার দৃঢ়তা ও নেতৃত্ব,রুদ্রের সাহসিকতা, তিতিরের সপ্রতিভতা ও নারীসুলভ কমনীয়তা উপন্যাসকে আকর্ষণীয় করে তুলেছে। শিম্পাঞ্জির প্রস্রাবে ও নাইরোবি সর্দারের থুথুতে আর্দ্র তিতিরের কান্না উপন্যাসে হাস্যরসের অবতারণা করেছে। তবে,সবকিছুকে ছাপিয়ে গেছে টানটান উত্তেজনা, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার। সবমিলিয়ে, এই উপন্যাস অবশ্যই বাংলা কিশোর সাহিত্যের এক মহামূল্যবান রত্ন এবং অবশ্যপাঠ্য।
আমার রেটিং : 8/10.
রিভিউটি লিখেছেনঃ নিঃসঙ্গ
0 Comments
আপনার মতামত লিখুন।