বই - রঙ্কিনী
লেখক - অঙ্কুর বর
বিভা পাবলিকেশন
পাঠ-প্রতিক্রিয়া লেখায় আমি তেমন অভিজ্ঞ নই তবে বই পড়তে ভালোবাসি তাই সেখান থেকে "রঙ্কিনী" বইটি আমার কেমন লাগলো তা জানাতে চাই।
রাঢ়ভূমের প্রেক্ষাপটে লেখা রঙ্কিনী দেবীর এক ভয়ঙ্কর কল্পকথা হল "রঙ্কিনী"। বইটি পাঁচটি উপন্যাস দ্বারা গঠিত এক সুবৃহৎ কল্পগাঁথা। এক সুদীর্ঘ উপন্যাস যার পাতায় পাতায় রয়েছে এক অন্যরকমের ভয়।
এই বইতে সাক্ষাৎ ঘটে সাগর, অনিকেত,রাঢ় পিশাচিনী মড়ন্তিকা, প্রেত পর্বতের প্রেত সাধক গুণীন, মহারাজা জগন্নাথদেব, মহারানী কঙ্কাবতী, মহর্ষি শম্ভুপাদ, আর বীর যোদ্ধারমণী লল্লটার সঙ্গে। সাগরের বন্ধু অনিকেতের প্রানের বিনিময়ে রক্ষা পায় রঙ্কিনী দেবীর সোনার জিহ্বা। কিন্তু সাগর? তার কী অবস্থা? জগন্নাথ দেব রঙ্কিনীর বিগ্রহের অঙ্গহানী করে রঙ্কিনী দেবীর জিহ্বা নিয়ে গিয়েছিলেন কেন? মহর্ষি নিরুদ্দেশ হন, কোথায় হারিয়ে গেলেন তিনি? এই মুহূর্তে সোনার জিহবা কোথায়? অষ্টমগর্ভের শেষ রক্ত কে যাকে শেষ না করতে পারলে কোনোদিন জাগতে পারবে না কল্লকেশী? কী এমন ঘটেছিল যার জন্য সকলের রক্ষাকর্ত্রী রঙ্কিনী হয়ে উঠলেন নররক্ত পিপাসী? কল্লকেশী কী সত্যিই জেগে উঠবে? কী হবে সেদিন যেদিন কল্লকেশী জেগে উঠবে? কে বাঁচাবে সেদিন রাঢ়ভূমকে?
এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিতে পারেন বইটি। আশা করি আপনাদের খারাপ লাগবে না।
0 Comments
আপনার মতামত লিখুন।