পুনশ্চ প্রফেসর শঙ্কু - সত্যজিৎ রায় Punashcha Professor Shonku by Satyajit Ray

পুনশ্চ প্রফেসর শঙ্কু - সত্যজিৎ রায় Punashcha Professor Shonku by Satyajit Ray

পুনশ্চ প্রফেসর শঙ্কু 
লেখক - সত্যজিৎ রায় 

১) প্রথম গল্পটি হল আশ্চর্য জন্তু।
গল্পটি এক জন্তু কে নিয়ে আবর্তিত হয়েছে যেখানে দরকার অনুযায়ী তার শরীরে আশ্চর্য রকম বিবর্তন দেখা যায়।
২) দ্বিতীয় গল্পটি হল শঙ্কু ও আদিম মানুষ
গল্পটি একটি Homo afarensis কে ঘিরে, কিন্তু সময়ের সাথে সাথে গল্পের মোড় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়।
৩) তৃতীয় গল্পটি হল শঙ্কু ও পরলোক চর্চা
   গল্পটি প্ল্যানচেট করে আত্মা নামানো কে ঘিরে, যেখানে সেই আত্মাকে যাতে লোকে চাক্ষুষ করতে পারে।
৪) চতুর্থ গল্পটি হল প্রফেসর রণ্ডির টাইম মেশিন
  গল্পটি আবর্তিত হয়েছে একটি টাইম মেশিন বানানো নিয়ে, যেখানে তিন জন এর মধ্যে প্রতিযোগিতা যে কে আগে বানাবে এবং একটি পরিকল্পিত খুন, সঙ্গে সঙ্গে টান টান উত্তেজনা। 

প্রফেসর শঙ্কু এর অন্যান্য গল্পের মত সাসপেন্স বজায় থেকেছে প্রতিটা গল্পেতেই। সব বয়সের মানুষ অনায়াসে পড়তে পারেন।

বই : পুনশ্চ প্রোফেসর শঙ্কু
লেখক : সত্যজিৎ রায়  
           প্রথম গল্প 'আশ্চর্জন্তু'। শঙ্কুর চাকর প্রহ্লাদ তাঁকে একটি বিচিত্র জীব এনে দেন। ধীরে ধীরে জানা যায় জীবটির পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নেবার ও শত্রুকে পরাস্ত করার আশ্চর্য ক্ষমতা রয়েছে। তারপর তাকে নিয়েই গল্প এগোতে থাকে।
         দ্বিতীয় গল্প 'শঙ্কু ও আদিম মানুষ'। নৃতত্ত্ববিদ ডাঃ ক্লাইন আমাজনের জঙ্গল থেকে এক আদিম মানুষকে হামবুর্গে নিয়ে আসেন। আদিম মানুষটি ত্রিশ লক্ষ বছর আগে মানুষ যেমন ছিল এখনও তেমন আছে। শঙ্কু ও আরও কয়েকজন বিজ্ঞানী তাকে দেখতে যান এবং সেখানেই এক রহস্য উদঘাটন করেন।
       তৃতীয় গল্প 'শঙ্কুর পরলোকচর্চা'। শঙ্কু ও দুই জার্মান বৈজ্ঞানিক মিলে একটি যন্ত্র তৈরি করেন যে যন্ত্রটি আত্মার সাথে যোগস্থাপনের কাজে মিডিয়াম হিসাবে ব্যবহৃত হবে। তারপর নানান শিহরণ জাগানো ঘটনা ঘটতে থাকে ডিমনস্ট্রেশন দেওয়ার সময়।
      চতুর্থ গল্প 'প্রোফেসর রন্ডির টাইম মেশিন'। তিনজন বৈজ্ঞানিক শঙ্কু, ক্লাইবার ও রণ্ডি একই সময় টাইম মেশিন নিয়ে গবেষণা করছিলেন। উপযুক্ত যন্ত্রপাতি ও টাকার অভাবে শঙ্কুর কাজ বন্ধ হয়ে থাকে। এদিকে কাজ শেষ হবার আগেই ক্লাইবার খুন হন। শুধু রণ্ডির মেশিনটা তৈরি হয়। রণ্ডি শঙ্কুকে আমন্ত্রণ জানান তাঁর যন্ত্র দেখে আসার জন্য। তারপর ঘটনা এগোতে থাকে এবং অনেক চমকও থাকে গল্পে।
সবকটা গল্পই দারুণ থ্রিলিং এবং উপভোগ করার মতো। গল্পে ব্যবহৃত ছবিগুলো খুব সুন্দর।

Post a Comment

0 Comments