পিচ্ছিল
তথাগত মুখোপাধ্যায়
বইটি মূলত একটি সামুদ্রিক তেলক্ষেত্র আর একে কেন্দ্র করে বয়ে চলা কিছু মানুষের জীবনে উত্থান পতন, সাফল্য, ষড়যন্ত্র, ষড়যন্ত্র প্রতিরোধ নিয়ে। বেশ সাবলীল লেখনী লেখকের তবে চরিত্রদের ব্যক্তিগত জীবনের ডিটেইলস একটু বেশি মনে হয়েছে আমার। সামুদ্রিক তেলক্ষেত্র সম্পর্কে অনেক তথ্য আছে যা চমকপ্রদ।
কিছু কিছু বর্ণনা ডিস্টার্বিং। এছাড়া আমার কাছে বইটির লেখনী, প্লট ভালো লেগেছে। এক কথায় দারুণ একটি থ্রিলার।
রেটিং : ৭/১০
রিভিউটি লিখেছেনঃ Nothing
0 Comments
আপনার মতামত লিখুন।