পথের পাঁচালি : বিভুতিভূূষণ বন্দ্যোপাধ্যায় Pather Panchali by Bibhutibhushan Bandyopadhyay

পথের পাঁচালি : বিভুতিভূূষণ বন্দ্যোপাধ্যায় Pather Panchali by Bibhutibhushan Bandyopadhyay

বইয়ের নাম: পথের পাঁচালি 
লেখক: বিভুতিভূূষণ বন্দ্যোপাধ্যায় 

বই প্রেমি মানুষদের মধ্যে বেশিরভাগই এর বইটি পড়েছেন, তবুও সেই চেনা বইটি আরেকবার পড়ার ইচ্ছা হয়নি, এমন মানুষ হয়ত কমই আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর এই উপন্যাসটি, চিরচারিত শৈশব আর চিরসবুজ গ্রামের প্রতিচ্ছবি বলেই আমার মনে হয়, অনেক অভাব অভিযোগের মধ্যে বেড়ে ওঠা দুই ভাইবোন, অপু আর দূর্গা, তাদের চাওয়া হয়ত অনেক কিন্তু সামর্থ্য নেই বললেই চলে, এক অতি পুরাতন বাড়িতে তাদের বাস, সামর্থ্য নেই বলেই হয়ত বনদেবি তাদের জন্য নানা অজানা ফল আঁচলে নিয়ে পসরা সাজিয়ে রাখে, অপু-দূর্গার মা সর্বজয়া, তার সাধ্যমত করে যায়, আগোছালো সংসার গুছাতে, দুরন্ত দূর্গা নিয়মিত মার খায় মায়ের হাতে তার দুরন্তপনার জন্য, আর অপু চেয়ে দেখে, আর দিদিকে বাঁচানোর পথ খোঁজে, তাদের বাবা কাজের খোঁজে শহর গেলে, এক বর্ষায় মৃত্যু ঘটে দূর্গার, সেই মৃত্যু, বালক অপুকে যেন এক লহমায় বড় করে তোলে।

এই বইটি নিয়ে চলচিত্রও নির্মিত হয়েছে সত্যজিৎ  রায়ের কালজয়ী  এই উপন্যাসটি চিরদিনি থাকবে অমলিন।

রিভিউটি লিখেছেনঃ Louis Bloom

Post a Comment

0 Comments