পাঁচে পঞ্চবাণ (পেপারব্যাক)*
লেখিকা - সায়ন্তনী পলমল ঘোষ ও সায়নদীপা পলমল*
প্রকাশক - শপিজেন প্রকাশনী
মুদ্রিত মূল্য- ১৫০/- টাকা
২৮ শে জানুয়ারি অনলাইন অর্ডারের মাধ্যমে সংগ্রহ করেছিলাম পাঁচে পঞ্চবাণ। সায়নদীপা পলমল ও সায়ন্তনী পলমল ঘোষের লেখা এই বইটিতে সব মিলিয়ে রয়েছে চারটি বড় গল্প ও একটি উপন্যাস। তিনটি বড় গল্প লিখেছেন সায়ন্তনী পলমল ঘোষ।
তার মধ্যে প্রথম গল্প
দ্য_মিস্টিক আমার খুবই ভালো লেগেছে। রহস্য-রোমাঞ্চ তে ভর্তি একটা গল্প। শুরুর দিকে গল্পটা এক রকম মনে হলেও শেষের দিকে একটা টুইস্ট দিয়ে গল্পটা একটা নতুন দিক নেয় যেটা পড়ার সময় গল্পের শুরুতে একদমই বোঝা যায় না। এই টুইস্টটা গল্পটি পড়ার মজাটাকে অনেকখানি বাড়িয়ে দেয়।
ডিভা_আর_ম্যাজিক্যালল্যান্ড একটা ছোট্ট মেয়েকে নিয়ে খুব মিষ্টি গল্প। ছোট্ট মেয়েটির কাছে ভারত কিভাবে ম্যাজিক্যাল ল্যান্ড হয়ে ওঠে সেটা লেখিকা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পটি পড়তে পড়তে মেয়েটির প্রতি যেন একটু সহানুভূতি জন্মে যায় এবং গল্পের শেষ প্রান্তে এসে মনটা ভালো হয়ে যায়।
রহস্য_যখন_ঘনায় গল্পটিও বেশ ভালোই। থ্রিলিং ব্যাপারটা পাঠকদের বেশ ভালোই লাগবে। বিশেষ করে মাঝামাঝি থেকে শেষের দিকটা বেশ মজাদার।
সায়নদীপা পলমলের বড় গল্প
নিঃশব্দ ঘাতক
আমার সব গুলোর মধ্যে বেস্ট লেগেছে। শুরু থেকে শেষ অব্দি থ্রিল বজায় ছিল এবং টুইস্ট গুলো সত্যিই চমকে দেওয়ার মতো। গল্পটিতে একটি সুন্দর সাহসিকতার নিদর্শন পাওয়া যায়। কিছু কিছু জায়গাতে হালকা ভয় ভয় ব্যাপারটা থাকে যেটা গল্প পড়ার মজাটা অনেক গুণ বাড়িয়ে তোলে।
বইয়ের একমাত্র উপন্যাস।
আয় বৃষ্টি ঝেঁপে গল্পটি যেন শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। গল্পটি রূপকথা অ্যাডভেঞ্চার এবং নতুন নতুন চ্যালেঞ্জের সংমিশ্রণ বলা যেতে পারে। সবশেষে সমাজের জন্য একটা সুন্দর মেসেজও দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বইয়ের যে গল্প গুলো রয়েছে সেগুলো ছোট-বড় নির্বিশেষে সকলেরই ভালো লাগবে। এই গল্প গুলির মধ্যে নিঃশব্দ ঘাতক এবং দ্য মিস্টিক আমার সবথেকে ভালো লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ বিশ্বজিৎ
0 Comments
আপনার মতামত লিখুন।