অপারেশন কোডেক্স - রণদীপ নন্দী Operation Codex by Ranadip Nandy

অপারেশন কোডেক্স - রণদীপ নন্দী Operation Codex by Ranadip Nandy

বই : অপারেশন কোডেক্স 
লেখক: রণদীপ নন্দী 
পাবলিশার্স: বিভা পাবলিকেশন 
মূল্য: ১৭৭ 
বইটি সম্পূর্ণ একটি থ্রিলার উপন্যাস। 
উপন্যাস টির দুই মুখ্য চরিত্র ইন্দ্র ও লিও। এটিতে ৭০০ বছরের ব্যবধানে চলছে দুটি সমান্তরাল কাহিনী --বর্তমানের নায়ক ইন্দ্র ও ৭০০ বছর পূর্বের লিও। 
উপন্যাসটির সূচনা ঘটে ইন্দ্রের নিজের চোখের সামনে অদ্ভুত ভাবে তার স্ত্রী ও কন্যার হত্যা দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এই খুনের জন্য দায়ী করা হয় ইন্দ্র কে এবং এর জন্য তাকে গ্রেফতার করা হয় । ছাপোষা ইতিহাস এর অধ্যাপক বুঝতে পারে না কী করে তার সাদামাটা জীবনে নেমে আসে গভীর অন্ধকার। জেলখানায় তার উপর খুব নির্মম অত্যাচার করা হয়। এর পর তার মুক্তিদাতা হিসেবে জেলখানায় আগমন ঘটে মিটার পাই এর। ইনি একজন গুপ্ত গোষ্ঠীর সদস্য যাদের কাজই হলো ক্লায়েন্টের কাজ করে দেওয়া টাকার বিনিময়ে, তার জন্য যে পর্যায়ে যেতে হয় গিয়ে। তাদের হঠাৎ ছাপোষা ইতিহাসের অধ্যাপকের দরকার কী? কারণ তাদের পরবর্তী কাজে প্রয়োজন অভিজ্ঞ ইতিহাসবিদ এর। 
      এবার বলা যাক ৭০০ বছর পূর্বের কথা। এখানে বলা হয়েছে নাইট টেম্পলারদের ব্যাপারে, যারা বছরের পর বছর রক্ষা করে চলেছে খ্রিষ্ট ধর্মের গুরুত্বপূর্ণ পুথি ও আনুষঙ্গিক মূল্যবান সম্পদ। 
ঠিক যেভাবে তারা রক্ষা করে আসছে বহুপ্রাচীন পুথি ------ কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল। এটি কী? এই প্রশ্নের উত্তরে বলতে হয় এক জ্ঞানীর ৩০ বছরের জীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও ক্ষমতা নিয়ে এক রাতে লেখা হয় এক পুথি যা রচনার জন্য সাহায্য নেওয়া হয় স্বয়ং শয়তানের। এই পুথির রয়েছে অসীম ক্ষমতা। যে এই পুথির নির্দিষ্ট মন্ত্র পড়বে তার শরীরে ভর করবে স্বয়ং শয়তান এবং সে হবে অসীম ক্ষমতার অধিকারী। এই পুথি লোভী হাত থেকে রক্ষা করে আসছে নাইট টেম্পলাররা। কিন্তু তাদের সবার মৃত্যুর পর রক্ষার ভার গ্রহণ করে সাধারণ এক রাজকর্মচারী লিওনার্দো - আরেক প্রধান চরিত্র। 
     আবার ফিরে আসা যাক ইন্দ্রের কথায়। সে শেষ পর্যন্ত নিজের স্ত্রী ও কন্যার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কথায় রাজি হয়। তারা তাকে মুক্ত করে নিজের দলে যুক্ত করে কারণ তাদের বর্তমান কাজ খুঁজে বের করা সেই ঐতিহাসিক পুথি কোডেক্স গিগাস! 
এই উপন্যাসটি তৈরি হয়েছে এই পটভূমিকায়। লিও রক্ষা করে আসছে কোডেক্স গিগাস আর গুপ্ত গোষ্ঠীর চেষ্টা সেটা পাওয়ার আর অপরদিকে ইন্দ্র প্রাণপণে খুঁজে চলেছে তার পরিবারের হত্যাকারীর। এই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে উপন্যাস। এর মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান ও মিথোলজি। রয়েছে টাইম ট্রাভেল, রয়েছে ওয়ার্ম হোল থিওরি থেকে স্ট্রিং থিওরি, রয়েছে ফিনিক্স, রয়েছে প্রেম ভালোবাসা, স্বজন হারানোর যন্ত্রনা,অ্যাকশন, বিশ্বাসঘাতকতা, ক্লাইম্যাক্সে টুইস্ট প্রভৃতি প্রভৃতি। 

কিছু ভুল ত্রুটি সত্ত্বেও আমার ব্যক্তিগত ভাবে উপন্যাসটি খুব ভালো লেগেছে। গল্পের বুননশৈলী, ঘটনাপ্রবাহ যথেষ্ট ভালো। 
  আমার মতে উপন্যাসটির রেটিং ৭.৫/১০ 

রিভিউটি লিখেছেনঃ Palash Biswas

Post a Comment

0 Comments