ওই মাঠটায় কেউ যেওনা।
অভীক সরকার
আপাত পক্ষে উপন্যাসটি কে ভৌতিক উপন্যাস মনে হলেও এটি ভৌতিক উপন্যাস নয়। এটি একটি তন্ত্র নির্ভর থ্রিলার। যদিও এর আগে সৌমিত্র বিশ্বাসের হেরুক পড়েছিলাম। কিন্তু হিরুকে কিছু কিছু জিনিস প্রায় দুর্বোধ্য রয়ে গেছিল। কিন্তু এই উপন্যাসটিতে লেখক ভয়ের মোড়কে তৈরি করেছেন একটি আদ্যোপান্ত থ্রিলার। শেষের দিকে আগম্বাগিশ ও এসেছেন কিন্তু স্বপ্নের মধ্যে। আমার মনে হয় তন্ত্র নির্ভর গল্প বলতে যা বুঝি তার থেকে কিছুটা বেরিয়ে এসে উপন্যাসটি লিখেছেন। মোটামুটি ভালোই লেগেছে আমার উপন্যাসটি। এই উপন্যাসটি কে কাউরি বুড়ির মন্দিরের sequel বলা যেতে পারে।
প্রথম রিভিউ লিখছি গ্রুপে ভুল ত্রুটি মার্জনা করবেন।
রিভিউটি লিখেছেনঃ Abhishek
ওই মাঠটায় কেউ যেওনা
অভীক সরকার
এটা মূলত পড়ার শুরুর থেকেই বোঝা যায় যে এটা কাউরি বুড়ির পরের অংশ দিয়েই লেখক শুরু করেছেন। লেখকের আগের সব কটি লেখা পড়ার সুবাদে এটাও অত্যন্ত আগ্রহের সাথে পড়তে শুরু করেছিলাম। কিন্তু এখানে এই উপন্যাস বা গল্পে লেখক যেনো একটু তাড়াহুড়ো তে শেষ করা একটি লেখা বলেই মনে হলো। এখানে আগম্বাগিশ এর আবির্ভাব বা ভবোতারন বা মাধুরী এর সাথে ঘটা সমস্ত ঘটনাই যেনো খুব তাড়াতাড়ি ঘটিয়ে দিয়েছেন। এখানেও লেখকের আর বাকি লেখার মতোই তন্ত্র বা উপাচার সব এসেছে। কিন্তু খুব অস্পষ্ট ব্যাখ্যা। লেখক এর আগের লেখার মতো এই লেখায় সেই ছাপ তিনি রাখতে পারেননি। বরং লেখা পড়ে মনে হলো তিনি এক প্রকার চাপে পরেই এই লেখা লিখেছেন। আশা করি পরবর্তী লেখায় তিনি পাঠকদের হতাশ করবেন না।
এটা পড়ে দেখতে পারেন একবার সবাই। এই বছর এই সময় শারদীয়া তে প্রকাশ পেয়েছে।
রিভিউটি লিখেছেনঃ Arghya Chakraborty
0 Comments
আপনার মতামত লিখুন।