নষ্ট ঈশ্বরের হাত - মৃগাঙ্ক চক্রবর্তী Nosto Ishwarer Haat by Mriganka Chakraborty

নষ্ট ঈশ্বরের হাত - মৃগাঙ্ক চক্রবর্তী Nosto Ishwarer Haat by Mriganka Chakraborty

বই: নষ্ট ঈশ্বরের হাত 
লেখক - মৃগাঙ্ক চক্রবর্তী 
প্রকাশক-মাথা মোটা র দপ্তর 


বাংলা সাহিত্যে প্রচুর কালজয়ী লেখা যেমন লেখা হয়েছে তেমনি কিছু জঘন্য ,থার্ড ক্লাস লেখা ও লেখা হয়েছে।কিন্ত যদি কোনোদিন বাংলা সাহিত্যের সর্বকালের সব থেকে জঘন্য লেখা বাছা হয় আমার ভোট এই বইটি পাবে।
 লেখার কোনো মাথা মুন্ডু নেই,যা তা ভাবে ইনফো ডাম্পিং যার লেখার সঙ্গে কোনো লিংক নেই,স্থান কাল পাত্র র কোনো ঠিক ঠিকানা নেই যেমন 1905 সাল এ কলকাতা পুলিশের ডিটেক্টিভ সোনাগাছির দালাল কে অনুরোধ করছে পাসপোর্ট সাইজ ছবির জন্য ,অখাদ্য চরিত্র  চিত্রন মানে সোজা ভাষায় সব দিক থেকে জিরো পাবার মত বই।
আমি মনে করি ভাল বই সকলের পড়া উচিৎ ।কিন্ত একটা অনুরোধ এই বই থেকে সকলে দূরে থাকবেন কারণ এটা পড়লে রিডার্স ব্লক আর saridon এর প্রয়োজন অবধারিত
রেটিং- -10

রিভিউটি লিখেছেনঃ darth vader

Post a Comment

0 Comments