বই : নীরবে তোমায় দেখি
লেখিকা : অর্পিতা সরকার
এই বইতে মোট দশটি বড় প্রেমের গল্প স্থান পেয়েছে। বিভিন্ন প্রজন্মের প্রেমের গল্প বিভিন্নভাবে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। কোনোটা কলেজ জীবনের প্রেম কাহিনী তো কোনোটা আবার সেই স্কুল লাইফ থেকে, কোনোটা আবার সদ্য বিবাহিতদের গল্প। কোনো গল্পে দেখা যায় বৃদ্ধাশ্রমে সেই বয়স্ক ও বয়স্কার আবার হঠাৎ দেখা যাঁরা এক সময় মিউচুয়াল ডিভোর্স করেছিলেন, আবার কোনো গল্প লিভ-ইন রিলেশন সম্পর্কের ভালো-মন্দ দিক দুটোই তুলে ধরে।
কয়েকটি গল্প বেশ মন কেড়েছে। কয়েকটি একদমই ভালো লাগেনি। মিলেমিশে বলতে হয় বইটি মোটামুটি লেগেছে। এটা একান্তই ব্যক্তিগত মতামত।
রিভিউটি লিখেছেনঃ কাব্য
0 Comments
আপনার মতামত লিখুন।