বই : নির্ঝর
লেখক: সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
এটি একটি ছোট গল্পের সঙ্কলন (প্রকাশকাল ১৯১১)।
প্রতিঘাত: দাম্পত্য জীবনের মিষ্টি টানাপোড়েনের গল্প। কবিতাপ্রেমী ভাবুক এক যুবকের নিছক মজা আর তার থেকেই সমস্যার সূত্রপাত।
দুর্লঙ্ঘ: আফগান যুদ্ধের প্রেক্ষাপটে প্রেম এবং বলিদানের কাহিনী।
ভূত দেখা: ভূতের অস্তিত্ব নিয়ে বন্ধুদের মধ্যে বিতর্ক এবং বাজী ধরা এবং সেখানেই রহস্য।
আশা হত: কম বেশী সকল সাহিত্যিকদের সাথেই হয়তো এরকম ব্যবহার আকছার হয়ে থাকে। অন্তত ফেসবুক তাই বলে। দুঃখের কথা সেযুগেও একই অবস্থা ছিল। সম্পন্ন ঘরে কন্যাকে পাত্রঃস্থ্য করার সমস্যা নিয়ে কাহিনী।
মরীচিকা: গ্রাম বাংলার প্রেক্ষাপটে প্রেম এবং তার অনভিপ্রেত পরিণাম। উল্লেখ, মহিলাদের সম্পর্কে কিছু মন্তব্যের সম্পর্কে লেখক টিকা দিয়ে বলেছেন মতামত চরিত্রের, লেখকের নয়। সেযুগের গল্পে এই ব্যাপারটা বেশ আধুনিক লেগেছে।
সুচরিত্র: অলস রাতের অবৈধ প্রেম।
দুর্ভাগ্য: এক হতভাগ্য অপরাধীর সংসার ভাঙার গল্প।
উদ্ধার: অন্য গল্পগুলোর থেকে এই লেখাটি একটু বেশী সুপাঠ্য। ছোট গল্প হলেও বিভিন্ন সময়কালের মধ্যে কাহিনী গড়িয়েছে।
ডিটেকটিভ: না রহস্য না অভিযান। না পড়লেও চলবে । কৱালি বাবু নামটা সে সময়ের রহস্য গল্পে বোধহয় খুবই প্রচলিত ছিল।
অভিনেতা: এই গল্পে মোহিত এক অভিযানপ্রেমী পলাতক। কখনো সে প্রেম থেকে দূরে সরতে গিয়ে থিয়েটারে আশ্রয় নিতে চায়, আবার কখনো অর্থনৈতিক স্বছন্দ থেকে সরে অজানা রাস্তায় নতুন ঠিকানার খোঁজে বেরিয়ে পরে।
রসভঙ্গ: শ্রীকান্ত থেকে অনুপ্রাণিত হয়ে ছোট গল্প লেখার চেষ্টা করলে হয়তো এরম এ কিছু সৃষ্টি হবে।
প্রতিটি গল্পেই শরৎ বাবুর পল্লীসমাজের ছাপ পূর্ণমাত্রায় ভরপুর। প্রায় সকল নায়কই কবিতাপ্রেমিক ও ভাবুক। অধিকাংশই বৈচিত্রহীন ছোটগল্প। তবে যাত্রাপথে এই ধরণের সহজ সরল কাহিনী পড়তে ভালোই লাগে।
রিভিউটি লিখেছেনঃ Rumpelstiltskin
0 Comments
আপনার মতামত লিখুন।