নিখোঁজ কাব্য
লেখক - সালমান হক
দ্য ডিভোশান অফ সাসপেক্ট এক্স এর অনুবাদ টা পড়ার পর সালমান হক সম্বন্ধে আগ্রহী হয়ে এই উপন্যাসটি পড়তে শুরু করি। এখানে এক শহরতলী থেকে তিনটি তরুণী নিরুদ্দেশ হয়ে যায়। তার তদন্ত করতে ঢাকা থেকে উপস্থিত হন এক অফিসার। তার তদন্তের মাঝে দুজনের মৃতদেহ আবিষ্কৃত হয়। এই পরিস্থিতিতে তৃতীয় তরুণীর পরিনতি কি হবে কেন বা দুই তরুণীকে হত্যা করা হলো কে হত্যাকারী এইসব জানতে হলে পড়ে ফেলুন উপন্যাসটি। কারণ এ উপন্যাসের শেষ বলে দিলে এটা আর থ্রিলার থাকবে না। লেখকের এটি প্রথম মৌলিক উপন্যাস। লেখনী মোটামুটি। পড়তে পারেন।
রিভিউটি লিখেছেনঃ Abhijit Mondal
0 Comments
আপনার মতামত লিখুন।