নাম গুম যায়
দীপঙ্কর মুখোপাধ্যায়
বাংলার দুই কৃতি সন্তানের অন্তর্ধান রহস্য ঘেরা। এক শ্রীচৈতন্য আরেক নেতাজি সুভাষ চন্দ্র বসু। চৈতন্য অন্তর্ধান নিয়ে বহু গবেষক গবেষণা করেছেন এবং করে চলেছেন। তেমনি নেতাজি সুভাষ চন্দ্র বসু কে নিয়ে ও। তেমনি একটি বই নাম গুম যায়ে। লেখক বহু তথ্য দিয়ে বইয়ের কলেবর বৃদ্ধি করেন নি। কিন্তু সংক্ষিপ্ত আকারে নেতাজী অন্তর্ধান নিয়ে গঠিত কমিশন তাদের সিদ্ধান্ত গুমনামী বাবাকে নিয়ে রহস্য সবকিছুই বর্ণনা করেছেন। পরিশেষ বর্তমান কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা কে তুলে ধরেছেন ।বই টি পড়তে পড়তে শুধু একটি আশা রাখি কোনো দিন হয়তো এই রহস্যের সমাধান হবে। হয়তো কোনোদিন সরকারের গোপন তথ্য জনসমক্ষে আসবে। থাকি না সেই দিনের অপেক্ষায়। আশায় মরে চাষা আর আমরা তো নিতান্তই সাধারণ নেতাজী ভক্ত বাঙালি। বই টির প্রাপ্তি বলতে এইটুকু।
রিভিউটি লিখেছেনঃ Abhijit Mondal
0 Comments
আপনার মতামত লিখুন।