বই ---- মুকুন্দপুরের মনসা
লেখক ---- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রকাশনা ---- আনন্দ পাবলিশার্স
আলিপুরদুয়ারের কাছে মুকুন্দপুর গ্রামের ধনী ব্যবসায়ী সত্যপ্রকাশ চৌধুরীর পৈতৃক বাড়ির মন্দিরের প্রায় হাজার বছরের পুরোনো কষ্টিপাথরের মনসা বিগ্রহ চুরি হয়। চুরি করে পালানোর সময় চোর বাড়ির সদস্য রঙ্গিলাকে জোরদার আঘাত করায় সে চোট পেয়ে আহত হয়ে শয্যাশায়ী হয় এবং আঘাতের ফলে তার সাময়িক স্মৃতিভ্রংশ হয়। এদিকে চুরির দিনকয়েক আগে সত্যপ্রকাশের কাকা বহু বছর ধরে নিখোঁজ থাকার পরে ফিরে আসেন, যিনি আবার মনসাপুজো অপছন্দ করেন। মূর্তি উদ্ধার করার জন্য সত্যপ্রকাশবাবু গোয়েন্দা চারুচন্দ্র ভাদুড়িকে মুকুন্দপুরে ডেকে আনেন, যিনি তার সাথে তার সঙ্গী কিরণবাবুকে নিয়ে আসেন।
এরপরে তদন্ত করে ভাদুড়ি মশাই রহস্যভেদ করেন।
এই উপন্যাসে পর পর নানা ঘটনা এসে কাহিনীটিকে বেশ জটিল করেছে। গোয়েন্দা রহস্যভেদ করতে প্রচুর ছোটাছুটি করেছেন, ঘরে বসে বসেই সমস্যা সমাধান করেননি। তবে লেখনীর গুণে সব মিলিয়ে ভালোই লেগেছে, কিছুটা সামাজিক উপন্যাসের মত মনে হয়েছে।
রিভিউটি লিখেছেনঃ Aritra Sen
0 Comments
আপনার মতামত লিখুন।