Ms. Marvel TV show বাংলায়
Marvel এর এই নতুনতম সংযোজনটি টিপিক্যাল সুপারহিরো মুভি / সিরিজ বলতে যা বোঝায় তা নয়। একজন সুপারহিরো মুভির ফ্যান এর সুপারহিরো হয়ে ওঠার কাহিনী এটা। এর আগে এরকম সুপারহিরোদের ফ্যান থেকে নিজে সুপারহিরো হয়ে ওঠার যে মুভি দেখেছিলাম তার নাম Kick-Ass আর Kick-Ass 2, যদিও ওতে যে / যারা সুপারহিরো হয়েছিলো তাদের কোনো superpower ছিলো না। কয়েকমাস আগে বেরোনো Marvel এর Hawkeye সিরিজটা দেখা থাকলেও Ms. Marvel এর সাথে কিছুটা মিল পেতে পারেন।
এবার আসি সিরিজটার বিষয়ে, আগেই বলেছি এটা কোনো টিপিক্যাল সুপারহিরো সিরিজ নয়, এটা একটা জার্নির গল্প। Spider-Man: Homecoming যখন বেরিয়েছিলো তখনও সেটা অনেকের পছন্দ হয়নি। সেটাও একটা জার্নির গল্পই ছিলো। তাতে ছিলো না কোনো সুপার ভিলেন, আর সুপারহিরোর হাতে তার পর্যুদস্ত হওয়ার কাহিনী। সুপারহিরোদের ফ্যান আমরা যতোই হই, যদি তার সাথে পাল্লা দিয়ে লড়াই করার মতো কেও না থাকে তবে সেই গল্পটা যেনো কেমন মিইয়ে যায়। Batman কে অমর করে রেখেছে Joker, Avengers দের Thanos, Spiderman কে green goblin; সত্যি কথা বলুন তো যদি Joker/Thanos/Green Goblin না থাকতো তাহলে কি সেই সুপারহিরোরা আজ যে উচ্চতায় পৌঁছেছে সেখানে পৌছতে পারতো? আবার সুপারভিলেন থাকলেই হয় না, তার সাথে সুপারহিরোর লড়াইটা বেশ ভালোভাবে দেখাতে হয়, নইলে দর্শকদের মন ভরে না। উদাহরণ হিসেবে বলা যায় Doctor Strange in the Multiverse of Madness, এতে Wanda((যদিও একে সুপার সেই অর্থে ভিলেন বলা যায় না, তবুও Avengers:Age of Ultron থেকে যারা এই character টা ফলো করেছে, তার জার্নি দেখেছে, তারা আশাকরি একমত হবেন যে প্রথমে ভিলেনের সঙ্গী, তারপর Avengers হয়েও কিভাবে আর কিজন্য Wanda অন্ধকার পথের দিকে পা বাড়ালো আর ভিলেন হয়ে উঠলো)) থাকা সত্ত্বেও অনেকের পছন্দ হয়নি, কারন Strange এর সঙ্গে লড়াইটা সেই পর্যায়ে যায়নি।
Ms Marvel সিরিজের জার্নির গল্প আমার বেশ ভালো লেগেছে, কিভাবে এক সুপারহিরো character এর ফ্যান নিজে সুপারহিরো হয়ে উঠলো সেটা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে Marvel প্রোডাকশন। Ms Marvel এর চরিত্রের actress যথেষ্ট ভালো অভিনয় করেছেন, পার্শ্বচরিত্র রাও খারাপ না। একটি Guest Appearance এ আমাদের বলিউডের একজন স্টার আছেন(যারা এখনো দেখেননি তাদের জন্য তার নাম আর লিখলাম না এখন, এটা একটু সারপ্রাইজ হিসেবেই থাক)।
অনেক হিন্দী গান, উর্দু গান আছে। এমনকি বাংলা ভাষারও ছোঁয়া আছে একজায়গায়। এছাড়া আরেকটা জিনিস আছে যা আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্যতম দুঃখজনক ঘটনা- দেশভাগ(Partition) এর কথা। এইসব বিষয়গুলো থাকার জন্যে একজন ভারতীয় উপমহাদেশের নাগরিক হিসেবে আমার সিরিজটা বেশ আকর্ষণীয় লেগেছে।
আমার একটা স্বভাব আছে Marvel series যখন বেরোয় তখন এক একটা এপিসোড না দেখে আমি অপেক্ষা করে থাকি কখন শেষ এপিসোডটা বেরোবে তার জন্য, Marvel এমনই কৌতুহল সৃষ্টি করে মনে যে পরবর্তী এপিসোডের জন্য সাতদিন অপেক্ষা করা কষ্টকর হয়। এটার জন্যও তাই করেছি, অনেক নেগেটিভ রিভিউ দেখেছি তার মধ্যে এ নিয়ে। সন্দেহ ছিলো মনে যে কিরকম লাগবে সিরিজটা। কিন্তু সত্যি বলছি কাল রাত 11:25 এ যখন শেষ করলাম দেখা, তখন একটুও আফশোস লাগেনি, মনে হয়নি সময় নষ্ট করেছি। বলে রাখা ভালো পরশুই ওদের শেষ এপিসোড বেরিয়েছিলো, আর আমি কাল ই প্রথম এপিসোড থেকে দেখা শুরু করেছিলাম।
ভারতীয় উপমহাদেশের মার্ভেল ফ্যানদের এই সিরিজ খারাপ লাগবে না বলেই আশা করি।
রিভিউটি লিখেছেনঃ a_worshipper_of_goat_Messi
0 Comments
আপনার মতামত লিখুন।