মনে পড়ে -
লেখক-অভিনেতা ও চিত্রপরিচালক বিকাশ রায়।
বিকাশ রায়, বাংলা চলচ্চিত্রের একজন প্রথিতযশা অভিনেতা এবং পরিচালক। রম্য রচনার আদলে এই স্মৃতিকথা গ্রন্থ চলচ্চিত্র প্রেমীদের জন্য এক টুকরো ভালোবাসা।
চলচ্চিত্রের গ্ল্যামার আর লাইমলাইট ছাড়িয়ে অভিনেতা জীবনের সুখ দুঃখের এই গল্পমালা যেন কান্নাহাসির-দোল-দোলানো পৌষ ফাগুনের মেলা। ১৫৮ পৃষ্ঠার এই স্বল্পায়তন বইটি অভিনেতা জীবনের অসংখ্য ছোট ছোট ঘটনার সুনিপুণ উপস্থাপনা।
একইসঙ্গে পাঠকের প্রাপ্তি বিখ্যাত কিছু চলচ্চিত্রের অর্ন্ত কাহিনী।
লেখকের রচনা সৌকর্ষে এটি একটি এক নিঃশ্বাসে পড়ে ফেলবার মতো বই।
রিভিউটি লিখেছেনঃ Kaushik Banerjee
0 Comments
আপনার মতামত লিখুন।