মাসুদ রানাঃ ধ্বংস পাহাড় ও স্বর্ণমৃগ - কাজী আনোয়ার হোসেন Masud Rana 1 & 3 by Qazi Anwar Hussain

মাসুদ রানাঃ ধ্বংস পাহাড় ও স্বর্ণমৃগ - কাজী আনোয়ার হোসেন Masud Rana 1 & 3 by Qazi Anwar Hussain

বই:
1. ধ্বংস পাহাড় - মাসুদ রানা #১
2. স্বর্ণমৃগ- মাসুদ রানা #৩
লেখক: কাজী আনোয়ার হোসেন

মাসুদ রানা সিরিজের অনেক নাম শুনেছি এদিক ওদিক, পড়ে দেখার ইচ্ছেটা ছিল। সুযোগ হচ্ছিল না। ধ্বংস পাহাড় বইটা পেলাম সেদিন, সন্ধ্যায় শুরু করে রাতের মধ্যেই একটানা শেষ করে তবে ওঠা গেল। একটা পড়ে শখ মিটছিল না, তার পরেরদিন পড়লাম স্বর্নমৃগ।

দুটোই বেশ পুরোনো বই, তবে প্রযুক্তি কিংবা ওয়েপনসের বর্ণনায় accuracy আর ডিটেইলিং রীতিমত চোখে পড়ার মতো। গল্পের গতি আর পাঁচটা স্পাই থ্রিলারের মতই, লার্জার দ্যান লাইফ এক হিরো যে অপারেশনে গিয়ে বারবার বিপদে পড়ে কিন্তু নিজের বুদ্ধি আর স্কিল কাজে লাগিয়ে প্রতিবারই ঠিক বেরিয়ে এসে শত্রুর সব প্ল্যান ভেস্তে দেয়। এই বইয়ের পাতায় পাতায় চমক, পাতায় পাতায় cliffhanger, তাই পড়তে শুরু করে একেবারে সবটাই শেষ করে তবেই রাখা যায়।

নির্ভেজাল এন্টারটেইনমেন্ট হিসেবে যথেষ্ট ভালো বই। যদিও গল্পের কিছু কিছু জায়গা দুটো বইয়ে রিপিটেটিভ লেগেছে, বিশেষ করে রানার ঠিক একই কায়দায় বারবার ধরা পড়া আর বেরিয়ে আসার জায়গাগুলো, যেন স্রেফ কিছু অ্যাকশন দৃশ্য আনার জন্যই অংশগুলো জুড়ে দেওয়া হয়েছে। তাছাড়া কাহিনীতে জেমস বন্ড সিরিজের বা অন্য ইংরেজি থ্রিলারের ছাপ ভীষণভাবে প্রকট।

তবে সিরিজের বইয়ের সংখ্যা প্রচুর, তাই প্রথমদিকের দুটি বই পড়ে বিশেষ বিচার করা যায় না। আরো কয়েকটা পড়ার ইচ্ছে রইল।

রিভিউটি লিখেছেনঃ Metaplastic

Post a Comment

0 Comments