মানিকদার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় Manikdar Sange by Soumitra Chattopadhyay

মানিকদার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় Manikdar Sange by Soumitra Chattopadhyay

মানিকদার সঙ্গে 
সৌমিত্র চট্টোপাধ্যায় 
প্রকাশকঃ আজকাল 


সত্যজিৎ রায়ের ডাকনাম মানিক। সত্যজিৎ রায় আপামর  সাহিত্য ও শিল্পপ্রেমিক  বাঙালির কাছে চিরস্মরণীয়। 
তাঁর সৃষ্ট বাংলা সাহিত্যের  জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদাকে সিনেমার পর্দায় সঠিকভাবে উপস্থাপিত করেছিলেন সৌমিত্র। সেই সৌমিত্র যদি লেখেন সত্যজিৎ সম্পর্কে, তবে তার   গুরুত্ব বেড়ে যায় অনেকাংশেই ।
অভিনেতা সৌমিত্র এর প্রকৃত জন্ম  সত্যজিৎ রায়ের হাত ধরেই। সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের সঙ্গে চৌদ্দটি সিনেমা এবং দুটি তথ্যচিত্রে  কাজ করেছেন। সুতরাং,সত্যজিৎ রায়ের কর্মপদ্ধতি তিনি  খুব ভালো করে জানতেন।
 সে অভিজ্ঞতা থেকেই তাঁর  এই বইটি লেখা। বইটি  পড়লে বোঝা যায় কত সহস্র প্রতিভার অধিকারী ছিলেন সত্যজিৎ রায়। বিজ্ঞাপনের লোগো ডিসাইন থেকে শুরু করে, ছবি আঁকা, সন্দেশের গল্প লেখা, চিত্রনাট্য তৈরি আরও কত কি!
 একজন  আনকোরা অভিনেতা বা অভিনেত্রীর সেরাটা কি ভাবে বের করে আনতে হয় এ ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। তার ব্যক্তিজীবনেরও অনেক কিছু আলোচনা করা হয়েছে এ বইটিতে। বইতে কিছু না জানা তথ্য আছে যেমন - সত্যজিৎ রায়ের  'মহাভারত' নিয়ে সিনেমা করার ভাবনা ঠিক তেমনি  আছে তাঁর নির্দেশিত বিখ্যাত সিনেমাগুলোর শুটিং এর পিছনের গল্প আর কিছু স্থির চিত্র।
সত্যজিৎ রায়ের সাথে সুদীর্ঘ ৩৪ বছরের অমূল্য স্মৃতিচারণ করেছেন সৌমিত্র বাবু। সমস্ত সাহিত্য ও শিল্পপ্রেমিক  বাঙালীর এই বই অবশ্য পাঠ্য। 
বইটির একদম শেষে সত্যজিতের সিনেমায় সৌমিত্রের অভিনয়ের তালিকার বিবরণ একটি পরম প্রাপ্তি।
বইয়ের প্রচ্ছদ, ছাপা, বাঁধাই- সবই ভালো।
রেটিং---৯

রিভিউটি লিখেছেনঃ 

মানিকদার সঙ্গে
সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রকাশক - আজকাল

সত্যজিৎ রায়ের সাথে সুদীর্ঘ ৩৪ বছরের অমূল্য স্মৃতিচারণ করেছেন সৌমিত্র বাবু। সমস্ত সাহিত্য ও শিল্পপ্রেমিক  বাঙালীর এই বই অবশ্য পাঠ্য।
এই বইটি পড়ে বুঝলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই ধারালো অভিনয়ের পিছনে আসলে ঠিক কার অবদান ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় খুবই ভাগ্যবান ছিলেন। এতো কাছে থেকে সত্যজিৎ রায়কে দেখেছেন, তাঁর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আহা, কি ভাগ্য! সঠিক অর্থেই তিনি রায় বাবুর মানসপুত্র।
একজন মানুষ এতো ট্যালেন্টেড কিভাবে হয়? হ্যাঁ, সত্যজিৎ রায়ের কথাই বলছি! বিজ্ঞাপনের লোগো ডিসাইন থেকে শুরু করে, ছবি আঁকা, সন্দেশের গল্প লেখা, চিত্রনাট্য তৈরি আরও কত কি! মানুষটা নিজে বসে থেকে স্কেচ করতেন যে একজন অভিনয়শিল্পীর মেকআপ কিরকম হওয়া উচিৎ! নিজে বাজারে গিয়ে কাপড় কিনতেন তাঁর ছবির কলাকুশলীদের জন্য! নির্দিষ্ট কোন অঞ্চলভিত্তিক সিনেমা করতে গেলে অনেকদিন আগে থেকে ঐ এলাকার মানুষদের হাঁটাচলা থেকে ঘুমানোর ধরন-টা পর্যন্ত তাঁর নিখুঁতভাবে জানতে হত! চারুলতার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে আলাদা করে ক্যালিগ্রাফি স্টাইলে লেখা পর্যন্ত শিখিয়েছেন উনি! আরও কত কি যে আছে!

বইয়ের আরও আকর্ষণীয় বিষয় হল, অনেক সিনেমার রেফারেন্স রয়েছে লেখার ভেতর এবং একদম শেষে। সিনেমাপ্রেমী মানুষদের জন্য নিঃসন্দেহে এটি একটি উপভোগ্য ব্যাপার!

এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের সংগ্রহ থেকে কিছু ছবিও জুড়ে দিয়েছেন বইয়ের বিভিন্ন পাতায়। বইটির একদম শেষে সত্যজিতের সিনেমায় সৌমিত্র বাবুর অভিনয়ের তালিকার বিবরণ একটি পরম প্রাপ্তি।
বইয়ের প্রচ্ছদও বেশ ভালো।
রেটিং - ৪.৯/৫
রিভিউটি লিখেছেনঃ P R

Post a Comment

0 Comments