দা মহাভারত মার্ডার্স
অর্ণব রায়
অর্ণব রায় নেট মাধ্যমে "Greatbong" নামেই সুপরিচিত. আমি ওনার ব্লগ এর একনিষ্ঠ পাঠক এবং ওনার পডকাস্ট এর নিয়মিত শ্রোতা . ওনার "The Mine" ও "Sultan of Delhi" আগেই পড়া ছিল . এবারে দা মহাভারত মার্ডার্স ও এক নিঃশ্বাসে পড়ে ফেল্লাম.
এখন তো এটার web series রিলিজ হয়েছে তাই পাঠক / দর্শকদের এই কাহিনীর প্রতি আরো বেশি করে আগ্রহ জন্মানো তাই স্বাভাবিক .
এটি একটি thriller - "serial killer" genre এর অন্তর্ভুক্ত .শুরু থেকেই টানটান উত্তেজনা যেটা শেষ অবধি ধরে রাখতে পেরেছেন লেখক . ঝরঝরে নির্মেদ লেখা - এবং গল্প তার নিজের গতিতেই এগিয়েছে . লেখক মহাভারত এর চরিত্র দের এনে হাজির করেছেন আজকের কলকাতা শহরে . দুর্যোধন প্রতিশোধ নিতে একের পর এক খুন করে চলে ....প্রথমে দ্রৌপদী , তারপর সহদেব, নকুল, অর্জুন .... ইন্সপেক্টর রুখসানা কি পারবেন যুধিষ্ঠির কে বাঁচাতে?
গল্পের শেষে "twist" অবাক করবে ... সবশেষে বলি আমার তরফ থেকে "highly recommended"
রেটিং - ৯/১০
রিভিউটি লিখেছেনঃ sayan das
বই - The Mahabharat Murders
লেখক - অর্ণব রায়
আমি থ্রিলারের পোকা, কিন্তু ইংলিশ উপন্যাস তাও আবার পিডিএফ ফর্মে দেখলে আতঙ্কই লাগে। মহাভারত মার্ডারস এর শুরুর একটা প্যারাগ্রাফ পড়েই বুঝলাম এই বই এক্কেবারে আমার মনের মত। তাই সমস্ত দ্বিধা কাটিয়ে একদিনেই শেষ করে ফেললাম। শেষ অব্দি ভালোই লাগলো। কিছুটা প্রেডিক্টেবল হয়ে গেলেও টুইস্টটা অনবদ্য হওয়ায় মজা নষ্ট হয়নি। মহাভারতের মূল চরিত্রগুলির কার্যকলাপ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর ব্যাপারটাও বেশ ভালোই লাগলো। আমি একটু 'গোর' পছন্দ করি ফলে খুনের নৃশংস বর্ণনা গুলোই যেন বেশি করে টানছিল আমায়। খারাপের মধ্যে একমাত্র বক্তা অর্থাৎ রুকসানার অতীত ছাড়া আর কারোর অতীতের প্রতি সহানভূতিশীল হতে পারিনি। "ভিলেন অরিজিন স্টোরি" ও খুব দূর্বল লেগেছে। কিছু জায়গায় লুজ এন্ড আছে বলে মনে হয়েছে আমার। কিন্তু সব মিলিয়ে মোটের ওপর ভালোই লেগেছে। আর রুকসানা চরিত্রটির মধ্যেও বেশ কিছু খুঁত থাকলেও ওই খুঁতগুলোই যেন আরো বেশি করে রিলেটেবেল করে তুলেছে।
আমার লেখার হাত একেবারেই ভালো না, কিন্তু বইটা পরে একটা ছোট্ট রিয়াকশন শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারলাম না🙂
রিভিউটি লিখেছেনঃ Rehana
Book name_ The Mahabharata murders
Author name_Arnab Roy
Publisher name_juggernaut books
Published on _2017
Jonra_ thriller, adventure
আমার মতো যারা রহস্য গল্পের পাঠক।যারা থ্রিলার মার্ডার রহস্য গল্প পড়তে ভালো বাসেন বিশেষ করে যারা সিরিয়াল কিলার নিয়ে লেখা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য অর্ণব রায় এর লেখা থ্রিলার মার্ডার মিষ্ট্রি the Mahabharata murders অতি অবশ্য পাঠ্য একটি বই।মহাভারত এর চরিত্র দের উপর নির্ভর করে টানটান উত্তেজনা ভরপুর দুরন্ত মার্ডার থ্রিলার লেখার জন্য কৃতিত্ব সম্পূর্ণ ভাবে লেখক তার দুর্দান্ত লেখনী দ্বারা তুলে ধরেছেন বই টি টে
গল্পের শুরুতে দেখা যায় সিরিয়াল কিলার নিজেকে দুর্যোধন বলে মনে করে ও সে নিজেকে ভাবে সে এই জন্মে দূর্যোধন রুপে জন্মগ্রহণ করেছে ও তার ও তার ভাইয়ের ও তার পরিবারের সদস্যদের প্রতি পান্ডব দের করা সমস্ত অত্যাচার এর জন্য সে শহরে একের পর মার্ডার করে চলে।
ও সে বিশ্বাস করে তার মতো পাণ্ডব দের ও পুনঃ জন্ম হয়েছে তাই এই জন্মে সমস্ত পাণ্ডব ও দৌপদি কে হত্যা করে তার সাথে ঘটে যাওয়া বহু শতাব্দী আগে সমস্ত অত্যাচার এর হিসাব নেওয়া। তাই দৌপদী দিয়ে মার্ডার শুরু হওয়ার পর এক এক করে সহদেব,নকুল,অর্জুন, ভীম, যুঠিষ্ঠির কে হত্যা করা।
বই টি শুরু হয়েছে দেবিকা লাহিড়ী হত্যা দিয়ে যাকে কিলার হত্যা করে সমান দুই টুকরো করে ও তার মৃত দেহের পাশে রেখে দেয় pavitra Chatterjee একটি পোস্টার আর amar chitra khata একটি কমিকস যেখানে দ্রৌপদী চরিএ রয়েছে।
এর পর সহদেব ওরফে প্রকাশ শর্মা তাকে হত্যা করা হয় তার অফিসে। তারপর নকুল বা বিপুল ব্যানার্জী কে হত্যা করা হয় একটি ধাবার উল্টোদিকে।
তারপর অর্জুন বা ভিকি প্যাটেল কে হত্যা করা হয় তার ফ্ল্যাট এ।
গল্প টি পড়লে আমরা জানতে পারি যে সিরিয়াল কিলার প্রথম জরাসন্ধ ,ভীষ্ম,কর্ণ, যে ভাবে কৌরব বীর দের হত্যা করা হয় সেই ভাবে দুর্যোধন পাণ্ডব দের কে হত্যা করে ও একটি পবিত্র চ্যাটার্জী পোস্টার ও amar chintra khata comics রেখে দেয় মৃতদেহের পাশে।
অপর দিকে প্রতি সিরিয়াল কিলার গল্পে যেমন এক কিলার থাকে তেমন তাকে বুদ্ধির দৌড়ে ধরার জন্য একজন গোয়েন্দা যে শেষ অব্দি তাকে ধরে ফেলে এখানে তিনি হলেন রুকসানা আহমেদ ও তার সহকারী সিদ্ধান্ত সিংহ, ও ফরেনসিক এক্সপার্ট বিজয় দা।শহরে যখন এক এর মার্ডার হয়ে চলে তখন cid থেকে তদন্ত করতে নামে এই অফিসার ও তার টীম।প্রতিটি মার্ডার এর তদন্ত করে তারা বুঝতে পারে এগুলি সব মহাভারতের এর চরিত্র সাথে কিছুটা মিল আছে যেটা খুনি মনে করে ও তাদের সেই ভাবে দুর্যোধন হত্যা করে।
তদন্ত কারি অফিসাররা কিছুতেই জানতে পারে না রে এর পর কে মত্যু বরন করতে চলেছে। পর পর চারটে মত্যু হলে তারা জানতে পারে যে কিলার এর সর্বশেষ টার্গেট হলো পবিত্র চ্যাটার্জী বা যুঠিস্থির যে পরবর্তী মুখ্যমন্ত্রী ও ফিউচার প্রধান মন্ত্রী।
টানটান গল্পের বুনন এ গল্প এগিয়ে চলে।
কে যে সিরিয়াল কিলার তার লেখক ভীম এর মৃত্যু বরন অবধি বুঝতে দেননি। একের পড় এক টুইস্ট রুকসানা আহমেদ এর সাথে পাঠক ও কিছু বুঝতে পারে না।
আর থ্রিলার গল্পের শেষ অব্দি টানটান উত্তেজনা তৈরী রাখা যেনো পাঠক গল্পের শেষ অব্দি পড়তে বাধ্য হয়।
এখানে সেটা ভরপুর শেষ অব্দি সেটা রয়েছে ও গল্পের শেষ এ কে দুর্যোধন আর কে বা যুঠিস্থীর সেটা যখন পাঠক জানতে পারে আশ্চর্য না হয়ে উপায় থাকে না।
যেহেতু এটা রহস্য গল্প তাই সব রহস্য তুলে ধরলাম না কিছুটা পাঠক দের জন্য ছেড়ে দিলাম তারাই বই টি পড়ে জানুক কে সেই সিরিয়াল কিলার বা দূর্যোধন আর কেন সে একের পড় এক মার্ডার করছে।আর গল্পের শেষ এ তাদের জন্য কি চমক অপেক্ষা করছে।তার জন্য পড়তে হবে_ "The Mahabharata murders"
রেটিং _ দুর্দান্ত কাহিনী আর
অসাধারণ গতি আর অসাধারন প্লট ও সর্বশেষ মার্ডার মিষ্ট্রী ও সর্বশেষ এ দুর্দান্ত লেখনী ও গল্পের শেষ এর চমক এর জন্য আমি ১০ এ ১০ দেবো
ও সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অতি অবশ্য বইটি পড়ে দেখুন নিরাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ বাপন দা
0 Comments
আপনার মতামত লিখুন।