মগ্নপাষাণ
লেখক - সূর্যনাথ ভট্টাচার্য
বইয়ের মূল উপজীব্য সম্রাট অশোক।
যদিও বইতে অশোকের জায়গায় "প্রিয়দর্শন" নাম ব্যবহার করেছেন লেখক।
বইয়ের মূল চরিত্র প্রিয়দর্শন হলেও গল্পের প্রয়োজনে দেখানো সুবর্ণ, কারুবাকি, অশ্মলেখা চরিত্রগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোকের চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিবর্তনের কাহিনী আমরা সবাই জানি।
বইতে এই "চন্ডাশোক থেকে ধর্মাশোক" পরিবর্তনের অনুঘটক হিসাবে বিন্দুসারের মৃত্যু পরবর্তী মৌর্য সাম্রাজ্যের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, পরবর্তী সম্রাটের নির্বাচন নিয়ে রাজপরিবারের দন্দ্ব, তাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুপ্তহত্যা, রাজনৈতিক টানাপোড়েন, প্রজাদের ভোগান্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে,যা পূর্ণতা পেয়েছে কলিঙ্গ যুদ্ধের শেষে, আর এই পুরো ব্যাপারটাকে গল্পের মাধ্যমে ঐতিহাসিক তথ্য আর কল্পনার মিশেলে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক।
রিভিউটি লিখেছেনঃ ROY'S
0 Comments
আপনার মতামত লিখুন।