বইয়ের নাম : কত অজানারে
লেখক : শংকর
প্রকাশক : দে'জ পাবলিশিং
একটা উপন্যাস, তার ভেতর অনেকগুলো গল্প। সুন্দর নির্মেদ ঝরঝরে লেখা। পাতার পর পাতা সাবলীলভাবে পড়ে যাওয়া যায়।
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টারের স্টেনোগ্রাফার বাবু, তার দৃষ্টিভঙ্গি থেকে উত্তমপুরুষে বর্ণনা করে গেছেন বিচিত্র মানুষের, বিচিত্র জীবনের খণ্ড চিত্র।
ঐ সময়ে লেখক উকিল, জজ, ব্যারিস্টার, বাবু, মুহুরি আর বাদী-বিবাদীদের জীবনের নানা দিক সম্পর্কে যে অভিজ্ঞতা লাভ করেছেন তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশের, যা লেখকের মনে দাগ কেটেছিল, গ্রন্থিত রূপ এই বইটি। এখানে লেখক আইন জগতের নানা অজানা রূপকে পাঠকের সামনে উপস্থাপিত করেছেন।
বইটি পড়ে সত্যিই বলতে ইচ্ছে করে 'কত অজানারে'!
রিভিউটি লিখেছেনঃ J@sh$
0 Comments
আপনার মতামত লিখুন।