কালীগুণীনের কিস্তিমাত ২ - সৌমিক দে - Kaliguniner Kistimat 2 by Soumik Dey

কালীগুণীনের কিস্তিমাত ২ - সৌমিক দে - Kaliguniner Kistimat 2 by Soumik Dey

বইঃ কালিগুনীনের কিস্তিমাত ২

কালীগুণীনের এই দ্বিতীয় বই ‘কালীগুণীনের কিস্তিমাত-২। বিপদের যম, প্রেতযােনীর সাক্ষাৎ শমন, ধুরন্ধর কালীপদ মুখুজ্জে যখন এসে পড়েছেন তখন কীসের ভয়? কীসের বিপদ? পদবীতে তিনি ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।

কালীপদর তন্ত্রশিক্ষা হয় একজন অসামান্য অঘােরীর হাতে, ফলতঃ তাঁর বিশাল হৃদয়ে জাতপাত বা ধর্মীয় ভেদাভেদের মতাে তুচ্ছ। মনােভাব বিন্দুমাত্র স্থান পায়নি কখনাে।

এই বইয়ের ছত্রে ছত্রে ওৎ পেতে রয়েছে মৃত্যুর কুটিল ফাঁদ, কালাে।

অপশক্তির হিংস্র নখ আর জীবনীশক্তিকে তছনছ করে দেওয়া ভয়ঙ্কর মারণাস্ত্রের ছােবল, কিন্তু ভয় কি? কালীগুণীন আছেন তাে। জীবন যখন কুটিল প্রেতাত্মার সুচতুর ফাদের কাছে আত্মসমর্পণ করে অসহায়ভাবে। মরণের সময় গােণে, ঠিক তখনই নিজের ধুরন্ধর বুদ্ধি এবং অসামান্য। সাহস নিয়ে, নিজের বলিষ্ঠ দুই হাতে আর্ত'কে আড়াল করে দাঁড়ান। 

১. কালীগুণীন এবং দানবের মণি
২. কালীগুণীন এবং করালদংষ্ট্রা রহস্য
৩. কালীগুণীন এবং ভস্মসুরের শাপ
৪. কালীগুণীন এবং পিশাচের নখ
৫. কালীগুণীন এবং পঞ্চবান রহস্য
পাঁচটি গল্পে সুসজ্জিত বইটা আপাদমস্তক লোমহর্ষক।

রিভিউটি লিখেছেনঃ BatMaN

Post a Comment

0 Comments