কলকাতা নুয়া
by রাজর্ষী দাশ ভৌমিক
বইটি মূলত গোয়েন্দা কানাইচরণ, যিনি লালবাজারের একজন সিনিয়র ইন্সপেক্টর, তার তিনটি কাহিনীর সমষ্টি।
কালাপানির দিশা
এই কেসে কানাইচরণ কর্তাদের বিরাগভাজন হয়ে ক্লোজড অবস্থায় অলস সময় কাটাচ্ছিলেন, পুরোনো এক কেস ফাইল কৌতুহলের বশে পড়তে পড়তে সমাধান করে ফেলেন ব্রিটিশ আমলের এক রহস্য। কি সে রহস্য সেটা বলে দিলে স্পয়লার হয়ে যাবে। এখনই পড়ে ফেলুন পড়া না হয়ে থাকলে, মাস্ট রিড।
পাইস হোটেলে হত্যা
এই কেসে এক অখ্যাত পাইস হোটেলে খাওয়ার সময়ে মারা যান অকস্মাৎ কয়েকজন খদ্দের।
কেসটা প্রচ্চুর জটিল।
সমাপ্তিটা মোটেই কল্পনীয় নয়। তবে এসব খুনের যে মোটিভ দেখানো হয়েছে তা এতো জোরালো নয়।
চড়াই হত্যা রহস্য
পর পর কয়েক জায়গায় অসংখ্য চড়াই হত্যা করা হলো। কে হত্যা করছে , কেন করছে কিছুই বোঝা যাচ্ছে না।
কানাইচরণ নেমে পড়লেন খুঁজে বের করতে কালপ্রিটকে। মোটিভটা জোরালো তবে অকল্পনীয়।
তিনটি গল্পেই রাজর্ষী বাবুর গদ্য মেদহীন, ভিনটেজ ভাইব পাওয়া যায়। দারুণ লেগেছে আমার। আপনি যদি গোয়েন্দা গল্পের পোকা হয়ে থাকেন আপনার জন্য মাস্ট রিড বলবো কলকাতা নুয়া।
রিভিউটি লিখেছেনঃ Nothing
কলকাতা নুয়া - রাজর্ষি দাস ভৌমিক
Sherlock Holmes পড়ে অনেক গোয়েন্দা লেখক এরই অভ্যাস দাঁড়িয়ে গেছে অতিমানবীয় চরিত্র সৃষ্টির। গোয়েন্দা যেন দর্জির মাপ দেখে মার্ডার ওয়েপন খুঁজে দেবে টাইপের ডিডাকশন। এর বাইরে যদি স্রেফ অধ্যবসায় ও রুটিন কাজে কিভাবে ক্রাইম সলভ করতে হয় জানতে হলে বইটি পড়বেন। তিনটি উপন্যাসিকা নিয়ে সাজানো এই বইটির প্রথম টি একটু স্লো মনে হলেও পরের দুটি থ্রিল ও ডিটেকটিভ গল্পের আদর্শ মিশেল।
রিভিউটি লিখেছেনঃ Arnab Sarkar
review
কলকাতার নুয়া
রাজর্ষী দাস ভৌমিক
বইটি তিনটি গল্প নিয়ে প্রকাশ করা হয়েছে। প্রথম গল্পটি কালাপানি দিশা, দ্বিতীয় টি পাইস হোটেলের হত্যা , তৃতীয় টি চড়াই হত্যা রহস্য। প্রথমটি ও তৃতীয়টি আমার পড়া হয়েছে। দ্বিতীয় টি একটু দেরিতে পড়া শুরু করব। প্রথম গল্পটি স্বাধীনতার আগে একটি জাহাজ হারিয়ে যাওয়া রহস্য। আর দ্বিতীয় টি চড়াই হত্যা রহস্য যা হইচই OTT প্লাটফর্মে ব্যাধ হিসেবে মুক্তি পেয়েছে। ইন্সপেক্টর কানাই চরণের গল্প তিনটি। প্রত্যেক গল্প গোয়েন্দা গল্প কিন্তু অন্য কোন গোয়েন্দা গল্প থেকে আলাদা। বিশেষ করে তৃতীয় গল্প পড়ার পর পর একটু অবাক হয়ে গেছিলাম এরকম হতে পারে। কোন একজন লিডার চড়াই মারার জন্য অর্ডার দিতে পারেন জনগণকে। যাইহোক গল্পগুলি প্রত্যেকটি অন্য স্বাদের। পরবর্তী কানাই চরণের বইগুলি পড়ার ইচ্ছা রইল।
রিভিউটি লিখেছেনঃ Abhishek
0 Comments
আপনার মতামত লিখুন।