বই - জলেশ্বরী
লেখক - ওবায়েদ হক
ঠিক মনে নেই যে কিভাবে এই বইটির সন্ধান পেয়েছিলাম।কিন্তু যার কাছ থেকেই পাই তার কাছে আমি কৃতজ্ঞ। গল্পটি মূলত লেখকের একটি যাত্রাপথের চলা, বেঁচে থাকা, জীবনযাত্রা, ওঠাপরা, পরিচিতি ,বেদনা, গ্লানি, হাসি, কান্না, বিবিধতা ইত্যাদির এক অনবদ্য বিবরণ। তার সাথে আছে প্রথম থেকে শেষ page এ গিয়ে একেবারে শেষ দেখার মত এক অদ্ভুত রোমাঞ্চ। লেখকের বাবার মৃত্যুর খবর শুনে লেখকের দেশে ফিরে আসা এবং বাবার কোনো এক স্মৃতির সন্ধানে লেখকের এক অচেনা উদ্দেশে রওয়ানা দেওয়া। যাত্রাপথে কিছু মানুষের সাথে পরিচয় যাদের স্মৃতির রেশ শেষ অবধি থেকে যায়। তার সাথে আছে প্রতি মুহূর্তে বাঁচার লড়াই আর অদ্ভুত রোমাঞ্চ। লেখকের কিছু লাইন এখনও স্মৃতিতে বিরাজমান যেমন- "আমাগো শরম পাইলে মরণ ছাড়া উপায় নাই" ..."জন্মের সময় দাই, মা ও মেয়ের নাড়ির বন্ধন কেটেছে, কিন্তু শাড়ির বন্ধন কাটেনি"... গল্পটির বাচনভঙ্গি, লেখনী, বিবরণ সবকিছুই যেনো অনবদ্য। এবং শেষে গিয়ে এক নিদারুণ twist আপনার মস্তিক কে নতুন করে ভাবতে বাধ্য করবে। এবং পড়ার শেষে লেখকের এই স্বল্প সময়ের journey আপনার স্মৃতিতে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
রিভিউটি লিখেছেনঃ Srijan
0 Comments
আপনার মতামত লিখুন।