বইয়ের নাম - যখের ধন
লেখকের নাম - হেমেন্দ্রকুমার রায়
এই বিখ্যাত গল্পটি পড়েননি এমন লোক বোধহয় খুব কম আছেন। বিমল ও কুমারের প্রথম আ্যডভেন্চার এটি। সঙ্গে অবশ্যই আছে বিমলের চাকর রামহরি ও কুমারের কুকুর বাঘা।
গল্পের সুরু কুমারের তার ঠাকুরদার পুরোন ট্রাঙক পাওয়া ও তাতে একটি মড়ার খুলি পাওয়া থেকে। সেখান থেকে গুপ্তধনের সূত্র আবিষ্কার ও সেই গুপ্তধনের খোঁজে আসামের জঙ্গলে পাড়ি সব মিলিয়ে জমজমাট গল্প।
লেখক খুব সুন্দর ভাবে চরিত্র develop করেছেন, সাথে অনেক তথ্যও প্রদান করেছেন। কুমারের শুরুতে ভীতু হওয়ার থেকে সাহসী হয়ে ওঠা দারুন।করালী বেশ জম্পেশ ভিলেন, তার বাড়িতে খুলি চুরি করার জায়গাটা দারুন। তবে ক্লাইম্যাক্সটা ভালো লাগেনি। গুপ্তধন শেষে হারিয়েই গেল। কিন্তু তাও বলব বইটি অসাধারন ও সব বয়সি পাঠকদের ভাল লাগবে।
রিভিউটি লিখেছেনঃ Saurav Ray
0 Comments
আপনার মতামত লিখুন।