জাপানি শিশুতোষ লোকগল্প
কবীর চৌধুরী
প্রায় সমস্ত জায়গায়ই বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে লোকগল্পের আকারে প্রকাশ করা হতো পুরাতনকালে, এখন যদিও সেগুলি দিনদিন হারিয়ে যাচ্ছে, কিন্তু গল্প হিসাবে পড়তে খারাপ লাগেনা। এরকমই জাপানের বাচ্চাদের জন্য কিছু লোকগল্পের সমাহার বাংলায়। আমরা( মানে আমি আর আমার মতো মানুষরা) টিভিতে যে ধরণের কার্টুন দেখেছি তাদের মধ্যে অনেকই জাপানি, সেই কার্টুনের মধ্যেই অনেক সময় লোকগল্পের প্রেফারেন্স আসতে পারে, যেমন কোনো কার্টুনে( প্রবাবলি শিনচ্যান) স্কুলে ড্রামা বা কিছু হচ্ছিলো momotaro চরিত্রটিকে নিয়ে। সেই গল্পটিও এখানে আছে, momo অর্থাৎ পিচ, taro অর্থাৎ boy, peach boy, নদীতে ভেসে যাওয়া পিচ এক বয়স্কা তুলে আনলে দেখেন সেটি আসলে এক বালক, এভাবেই শুরু হয়, আরো অনেক গল্প আছে, বেশি বড় বই নয়। যারা এই genre পছন্দ করেন পড়তেই পারেন।
বর্ণপরিচয়কে এই বই পড়তে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ Nandini Biswas
0 Comments
আপনার মতামত লিখুন।