জাদুকর (২০২২) মুভি Jaadugari 2022 Movie

জাদুকর (২০২২) মুভি Jaadugari 2022 Movie

চলচ্চিত্রের নাম: জাদুকর (২০২২) 
নেটফ্লিক্স

জাদুকর মুভিটি রোমান্টিক জনরা হওয়া সত্ত্বেও আমি দেখি কারন জিতেন্দ্র কুমারের অভিনয় আমার ভালো লাগে। কোটা ফ্যাক্টরি, পঞ্চায়েত প্রভৃতি ওয়েব সিরিজ গুলো দেখে আমার ভালই লেগেছিল।‌ তারপর এই মুভিটি নেট ফিক্সে বের হয়। মুভিটি বিষয়বস্তু ঘুরছে একটি ছেলেকে কেন্দ্র করে। যার বাবা বিখ্যাত ফুটবল খেলোয়াড়। এবং মুভিটিতে তার বারবার করে এমবিশন বদলে যায়। বড় হয়ে সে নিজেকে জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।  তার মধ্যে তার উল্টোপাল্টা কাজের জন্য ব্রেকআপ হয়। সে আবার প্রেমে পড়ে এবং প্রেমের জন্য সে কতটুকু এগোতে পারে? এবং সে কি বুঝতে পারবে তার পরিবারের গুরুত্ব? সত্যি কি ম্যাজিক ও ভালোবাসার কোন সম্পর্ক আছে? ম্যাজিক কি সত্যিই তার জীবন বদলে দিতে পারবে?

জাভেদ জাফরি অভিনয় এখানে সত্যিই সুন্দর লেগেছে। জিতেন্দ্র কুমারো অনবদ্য। যারা হালকা কমেডি তার সাথে রোমান্টিক মুভি দেখতে ভালোবাসেন তারাই এই মুভিটি দেখতে পারেন।

রিভিউটি লিখেছেনঃ Abhishek

Post a Comment

0 Comments