Movie: Home (Malayalam)
সম্ভবত ২০২১ সালের এটি শ্রেষ্ঠ ছবি। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটি দেখতে পাওয়া যাবে।
ছবির কাহিনী অনেকটা আজকের দিনের প্রায় সব পরিবারের মতনই। যেখানে বৃদ্ধ বাবা তার ছেলেদের সাথে মানসিকভাবে কানেক্ট করে উঠতে পারেন না। তার কারণ তার দুই ছেলের জীবনের সমস্ত প্রায় ঘটনাবলী ইমোশান স্মার্ট ফোন কে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু তার বাবার এই স্মার্টফোন জিনিসটি কি সেই সম্বন্ধে কোন ধারণা নেই। তাই এরপর তিনি চেষ্টা করেন সেই স্মার্টফোনের মাধ্যমে ছেলেদের সাথে মানসিকভাবে একাত্ম্য হওয়ার, তাদের সমস্যাগুলি বোঝার।
এই ছবির প্রত্যেকটি অভিনেতার অভিনয় সিনেমাটিকে একটি অসাধারণ উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ছবির ডিরেকশন, সিনেমাটোগ্রাফি খুবই ভালো।
পরিবারের সকলের সঙ্গে বসে দেখার মতন এত সুন্দর একটি ইমোশনাল এবং ফিল্ গুড মুভি, যা দেখার পরে বহুদিন আপনার মনে থেকে যাবে। তাই সবাইকে অনুরোধ করব একবার হলেও অন্তত এই সিনেমাটি দেখুন।
রিভিউটি লিখেছেনঃ Arijit Chatterjee
0 Comments
আপনার মতামত লিখুন।