বইঃ হ্যারেৎজ
লেখকঃ অভীক মুখোপাধ্যায়, চন্দ্রনাথ সেন
দি ক্যাফে টেবিল প্রকাশনী
ইসরায়েল এবং মোসাদ আমার বরাবরের প্রিয় বিষয়। বাংলায় এর ওপর বই বিশেষ নাই । ইসরাইলের প্রতিষ্ঠা এবং মোসাদের গড়ে ওঠার কাহিনী বেশ আকর্ষক ভাবে বর্ণিত। শুধু সফল না, ব্যর্থতার ঘটনা গুলিও উল্লেখ রয়েছে।
বইয়ের পাতা, ছাপার কোয়ালিটি বেশ ভালো। বইয়ের শেষে রেফারেন্স বইয়ের লিস্ট এবং ছবির অ্যালবামটিও চিত্তাকর্ষক।
রিভিউটি লিখেছেনঃ Sandy
বই- হ্যারেৎজ
লেখক- অভীক মুখোপাধ্যায় ও চন্দ্রনাথ সেন
প্রকাশক- দ্য ক্যাফে টেবল
প্রথম প্রকাশ- জানুয়ারি 2020
বইয়ের কথামুখে লেখকদ্বয় স্পষ্ট করে জানাচ্ছেন বইটির বিষয় সম্পর্কে, "আমরা এই বইতে ইসরায়েল দেশটার বা ইহুদিদের জাতিগত ইতিহাস লিখতে বসিনি। লিখেছি তাদের সংক্ষিপ্ত সামরিক ইতিহাস বা কনসাইজড ডিফেন্স হিস্ট্রি।"
মধ্যপ্রাচ্যের কট্টর ইসলামিক রাষ্ট্রগুলোর মাঝে এই 'প্রমিসড ল্যান্ড' এর সামরিক এবং গুপ্তচর বিভাগের প্রায় অবিশ্বাস্য মনে হওয়ার মত ইতিহাসের নির্মেদ বর্ণনায় যে রুদ্ধশ্বাস আবহ ধরে রাখতে সফল হয়েছেন লেখকদ্বয়, তাতে নন-ফিকশন হয়েও ফিকশনের মতই থ্রিলিং হয়ে উঠেছে "হ্যারেৎজ"। ১৯৪৮ খ্রিস্টাব্দে রাষ্ট্র গঠনের পর থেকেই ক্রমাগত যুদ্ধে যেভাবে জয়লাভ করেছে, যেভাবে মোসাদের অসংখ্য সাফল্য পরিণত হয়েছে মিথে- শুরু করলে আর একবারে শেষ না করে ওঠা যায় না। দেশের ভেতরে, দেশের বাইরে একাধিক শত্রুকে যেভাবে ক্লিনিক্যাল প্রিসিশনে নিকেশ করেছে মোসাদ, তা যে কোনো থ্রিলার ফিকশনকে হার মানাতে পারে অবলীলায়। মিসাইল, আয়রন ডোম, ড্রোন ইত্যাদি প্রযুক্তিগত উৎকৃষ্টতার পরিচয় পাওয়ার পাশাপাশি জানা যায় মীর ডাগানের মত চরিত্র সম্পর্কেও।
ইহুদি জাতির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু হয় বইটি। ইসরায়েল গঠন, সামরিক ক্ষমতা বৃদ্ধি, গুপ্তচর বিভাগের বিভিন্ন কীর্তিকলাপের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে অসাধারণ মুন্সিয়ানার ছাপ রেখেছেন লেখকদ্বয়। 'হ্যারেৎজ' পড়তে পড়তে মনে পড়ছিল রোনেন বার্গম্যানের রাইজ এন্ড কিল ফার্স্ট বইটার কথা। বাংলায় এই বিষয়ে যে বিশেষ কাজ হয়নি, সে অভাব নিঃসন্দেহে পূরণ করেছে 'হ্যারেৎজ'।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।