বই: হারানো খাতা
লেখক: রমাপদ চৌধুরী
সে বড় আশ্চর্য সময়! মেট্রোপলিটন কলকাতায় বাঙালি, ইংরেজ, এংলো ইন্ডিয়ান, ইরানিসহ বহু জাতির মানুষের মিলনমেলা। দেশের সিংহভাগ মানুষ তখনো অক্ষরজ্ঞানহীন কিন্তু নিজের জমিজমা বন্ধক রেখে ছেলেকে লেখাপড়া শেখানোর মানুষও আছে। জাতপাতের কড়াকড়ি কিছুটা শিথিল কিন্তু ঘরে এসে চেয়ারে কোনো ইংরেজ বসলে সেই চেয়ারকে গঙ্গাজলে স্নান করিয়ে "শুচি" করে ঘরে আনা হয়। মানুষের মধ্যে নীতিবোধ প্রবল, বিশ্বাসও উঠে যায়নি; প্রায় অপরিচিত পরিবারের সাথে নিজের ছোট্ট মেয়েকে বাড়ি পাঠানো যায়। মানুষ মানুষকে মর্যাদা দিতে শিখছে কিন্তু খাটা পায়খানার "হাগা" নিতে আসা মেথরদের ঠিক মনুষ্য পদবাচ্য ভাবা যায় না।বাল্যপ্রেম তখনো ঠিক নিষিদ্ধ বস্তু না। ছেলেকে মানুষ করতে মাধ্যমিকে পড়া অবস্থাতেই একা দূরদূরান্তে পাঠান বাবা। মানুষজন শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে কিন্তু প্রেসিডেন্সি কলেজে তখনো ডাইনিং হলে নোটিশ ঝোলে, "for brahmins only", কোনো কোনো ডাইনিং হলে ব্রাহ্মণ ছাত্ররা খেয়ে বেরোলে "নিচুবর্ণের" হিন্দু ছাত্ররা খাবার খেতে ঢোকে!!
নিজের দেশের প্রতি ভক্তি শ্রদ্ধাহীন তরুণের চোখ খুলে যায় এক অশীতিপর বৃদ্ধ এংলো ইন্ডিয়ানের মুখে "লুক, দিস ইজ আওয়ার গ্রিন বেঙ্গল" শুনে।
সারাদেশ ইংরেজবিরোধী আন্দোলনে কম্পমান অথচ অনেকের জীবনে তার কোনো চিহ্নমাত্র নেই-যেমন নেই এই স্মৃতিগদ্যে, যেমন নেই রমাপদ চৌধুরীর জীবনে।
"হারানো খাতা" সেই হারানো সময়ের এক সুনিপুণ আলেখ্য। উপন্যাসের মতোই লেখক এখানে ভণিতাহীন, স্নিগ্ধ, নির্বিকার ও অকপট।
রিভিউটি লিখেছেনঃ J B
0 Comments
আপনার মতামত লিখুন।