🆁🅴🆅🅸🅴🆆
=======================
Ghost Mansion (Goe-gi-maen-syon)
=======================
সাল - 2021
প্লট – ভয়, রহস্য ,থ্রিলার
======================
ভাষা – কোরিয়ান ( ইংরেজি সাব )
=======================
আই এম ডি বি রেটিং – ৬.১ / ১০
নিজস্ব রেটিং – ৭ / ১০
=======================
©SamiranSamanta
একজন শিক্ষিত যুবক, বয়স ২২ কি ২৪ হবে। পেশায় একজন কার্টুনিস্ট। গল্প কে কার্টুন আকারে বানাতে হবে, তার অফিসে তেমনটাই চাহিদা। সেই গল্পের খোঁজে ছেলেটি চলে এসেছে এই ভূতুরে ম্যানসন এ। কিন্তু তারপর ? নিজেই স্বীকার করে, তার এখানে আসা উচিৎ একেবারেই হয়নি...
শুরু করার আগে, নমস্কার সব্বাই কে। আজ অনেকটা দিন পর একটা ফিল্ম রিভিউ করতে বসেছি। বইমেলার ঘোর কাটাতে আর ব্যস্ততার মধ্যে সময় বার করতেই সময় লেগে গেছে আর কি।
সব্বাই আশা করি ভালো আছো। যদি মিস করে থাকো, তাহলে আমি বলবো, আমার তরফ থেকেও সেম।
কোরিয়ান সিনেমা যতবারই দেখতে বসেছি, কোন বারই সেই ভাবে হতাশ হয়নি। প্রতি সময় নতুন এর পর নতুন কিছু ভয়, তাৎক্ষনিক পরিবেশ তৈরি করে নতুন করে গায়ে কাঁটা দিয়ে জরসর করে রাখতে বরাবর সক্ষম হয়।
এই সিনেমা দেখার পরও সেই একই ভাবে চমক পেয়ে বেশ মজা লেগেছে। রেটিং যেটাই হোক, বলিউড বা টলিউড এর কপি যেকোনো সময় করে ফেললে আমি একটু আশ্চর্য হবো না, কারন কনসেপ্টটা অনেকটাই ইউনিক।
সিনেমাটি একটি পরিত্যাক্ত ম্যানসন কে নিয়ে। যেটা ঘিরে রয়েছে অনেক গুজব।
দেখার জন্য রয়েছে মত পাঁচটি গল্প, পাঁচটি ভিন্ন ফ্লোর, ভিন্ন রুম কে কেন্দ্র করে।
মূল চরিত্র হিসেবে তেমন কেও না থাকলেও, দুজন তথা সেই তরুন আর বাড়ির কেয়ারটেকার কে মূল জায়গায় রাখা যেতে পারে। তাদের কথপকথনেই সেই গল্পগুলো রিভিল হয়েছে একে একে।
আমি ছোট্ট করে একটু শুরু করছি।
রুম নম্বর ৫০৪ –
একজন লেখক রুমটি ভাড়া নেয়। নিজের ফ্যামিলি থেকে একটু শান্তি খুঁজতে এখানে আসা, ভালো করে নিজের লেখা কমপ্লিট করা। যে রুমটি ভাড়া নেয়, তার ঠিক নিচের রুম এ ছোট ছেলে মেয়েদের দৌড়াদৌড়ির শব্দ পায়। কিন্তু সেখানে তো কেও থাকে না...
রুম নম্বর ৯০৭ -
মেয়েটি একটি ওষুধের দোকানে কাজ করে। বিয়ের ঝঞ্ঝাট পছন্দ করে না, অথচ সে একটি ছেলেকে ভালোবাসে। ছেলে না বলে লোক বলি, কারন সেই পুরুষ মানুষটি একটি সন্তানের বাবা, ঘরে স্ত্রী রয়েছে। সেই রাতে কি এমন ঘটলো যে লোকটি সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইছে , এতদিনের চাওয়া পাওয়া ভুলে...
রুম নম্বর ৭০৮ -
লোকটির মার্কেটিং স্কিল বেশ প্রখর। জিনিষ বেচার থেকে মার্কেটিং করতে বেশি পছন্দ করেন। এভাবেই তার কেটে যায়। কখনও ঘর ভাড়া দিয়ে কখনও বা অফিসে অনলাইন কিছু দেখে। ঘরে একমাত্র বউ কে নিয়ে কোন রকমে চলে যায় সংসার। কিন্তু সেই বউ কথা বলে না কেন...
রুম নম্বর ৬০৪ -
ছেলেটি বিদেশ থেকে পড়ে ফিরল। আসলে বাইরে তেমন ভাবে কিছু হিল্লে হয়নি, তাই নিজের জনের কাছে ফিরতে কোথাও বাধছে। ঠিক করল তার পুরানো বন্ধুর কাছে আসবে, থাকবে কিছুদিনের জন্য। এই রুমে ঢোকার পর থেকেই দেখে, চারিদিকটা একদম নোংরা। জঞ্জালের জায়গাও বোধকরি এর থেকে ভালো। বন্ধুটিকে বেশ নোংরা ভাবেই থাকতে দেখে অবাক হয়।
তাই বলে ফ্রিজের মধ্যেও বহুদিনের খাবার ? যেগুলো ফেলে দিলেও কেও খাবে না। একি অবস্থা ?
ওদিকে নিজের মা বাবার সাথে ছবিটাও পরিস্কার করে রাখেনি।
পরেরদিন, নিজের গায়ে গতরে খেতে পুরানোরুম গুলোকে ঝকঝকে তকতকে বানিয়ে ফেলল ছেলেটি।
কিন্তু বন্ধুটি যখন রুমে ঢুকল, ক্ষেপে গেল। মাথায় রক্ত উঠে যাওয়ার জোগাড়, আর ঠিক তারপর...
রুম নম্বর ১৫০৪ -
দুইজন চোর, নিজদের কাজ সারতে চলে আসে এই ম্যানসনে। একটি তিজোরি আছে, যেখানে অনেক অনেক পয়সা রয়েছে। কিন্তু তারজন্য সবথেকে টপ ফ্লোরে যেতে হবে। এখানে ঐ দুজনের আসাটা কি ঠিক হোল...
মোট পাঁচ পাঁচটি গল্প রয়েছে এই সিনেমায়। আমার সবথেকে বেস্ট লেগেছে, প্রতিটা গল্প আলাদা। কারোর সাথে কোন লিঙ্ক নেই। অথচ ক্যারেক্টার গুলো একে ওপরের সাথে ক্রস করেছে সময়ের তারজালে, অন্যের গল্পে ঢুকে পড়েছে নিজেদের অজানায়। গল্পের স্বাদ সেজন্য বেড়েছে দ্বিগুণ।
প্রতিটা ফ্লোরের গল্প আমি শুধু মাত্র ধরিয়ে দেওয়ার জন্যই লিখলাম। গল্পের ভয়াবহতা ফ্ল্যাটের ভেতরেই থাক। ভয়ের মাত্রা যেমন সাঙ্ঘাতিক, তেমন চমকপ্রদ। জাম্প স্কেয়ারি মাঝে মধ্যে দারুন এন্তারটেইন করবে। কখনও ওপেন দৃশ্যও পিলে চমকে দেবে।
ভয়টা আসলেই গুরুতর আকার ধারন করে, কারন সেটা চার দেওয়ালের মধ্যেই বন্দি, কোথাও যাওয়ার উপায় নেই যে একটু খোলা আকাশ দেখে দম ফেলা যাবে। সেজন্যই বলে রাখছি, নিজ ভয় পেছনে ফেলে এই ফ্ল্যাটে ঢুকতে পারো, আশা করছি, কোন না কোন গল্প চমক লাগাবেই।
“টুইস্ট” চাই ?
আছে আছে, নিশ্চিন্তে দেখো। সব মশলাই পাবে। আর শেষে গিয়ে দেখবে, শেষ হোল ? নাকি দ্বিতীয় পার্টের জন্য বোনা শুরু করে দিয়েছে...
আজ এই পর্যন্ত। রিভিউ ভালো লাগলে, অবশ্যই জানিও। আর কীভাবে কি করলে বেটার হবে, সেটাও বোলো।
#GhostMansion
#BengaliReview
#SamiranSamanta
©SamiranSamanta
0 Comments
আপনার মতামত লিখুন।