এমনটা তো হয়েই থাকে - নারায়ণ সান্যাল Emonta To Hoyei Thake by Narayan Sanyal

এমনটা তো হয়েই থাকে - নারায়ণ সান্যাল Emonta To Hoyei Thake by Narayan Sanyal

এমনটা তো হয়েই থাকে 
লেখক - নারায়ণ সান্যাল 

 ছোটবেলা থেকেই আমরা সবাই বিভিন্ন লেখকের নাম শুনে বড়ো হয়েছি কিন্তু সেই ভিড়ে নারায়ণ সান্যালের নাম কখনো আসেনি. এনার সম্পর্কে জানতে পারি ক্লাস ১২ এ ফিজিক্স স্যার এর কাছে তখন থেকেই একটা অদম্য আগ্রহ ছিল এনার বইগুলো পড়ার। অনেক কষ্টে (প্রসঙ্গত  তখনো আমি telegram সম্পর্কে সম্পূর্ণ অনবহিত ছিলাম) জোগাড় করেছিলাম "বিশ্বাসঘাতক" বইটা। পরীক্ষা পড়বো চুকলে ফাঁকা টাইম দেখে একদিন শেষ ও করে ফেলি বইটা। না সে নিয়ে রিভিউ লিখবো না এখন কারণ এর পূর্বেই বহুজন লিখে গেছে সে সম্পর্কে এই গ্রুপেই। যাই হোক তারপর পেলাম লেখকের ই "প্রবঞ্চক"। এরপর যেন নারায়ণ সান্যালের সবগুলি বই পড়ার ঝোক চলে এলো তার অনেকদিন পর ভাগ্যক্রমে খোঁজ পেলাম বর্ণপরিচয়ের তারপর আর পাই কে। হঠাৎ করেই একদিন চোখে পড়লো" এমনটা তো হয়েই থাকে "বইটা, শুরু করলাম পড়া কিন্তু সময়াবকাশের অভাবে দেরি হয়ে কয়েকদিন আগেই শেষ করতে পারলাম বইটা। ভূমিকার ইতি এখানেই এরপর আসি মূল প্রসঙ্গে।

         আজকালকার দিনে খবরের কাগজ গুলো তো নারী নির্যাতনের খবর তো প্রত্যহ চোখে পড়ে এখনকার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তাও সে ঘটনা কিন্তু ঘটেই চলেছে। রোজ এইসব খবর দেখে কেউ কেউ হয়তো বলেই ফেলে "এমনটা তো হয়েই থাকে"। আর এই কথাকেই ব্যাঙ্গাত্মক ভাবে প্রকাশ করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তাই হয়তো লেখক ও এই নাম ই দিয়েছিলেন বইয়ের। কাহিনীর সূচনা জ্যোতি বসুর আমলের আর তাকেই আসতে আসতে সাজিয়ে লেখক নিয়ে গেছেন আমাদের পরাধীন সময়ের কিছু ঘটনাবলীর মধ্যে। এতটুকু পড়েই আশা করছি বুঝে গেছেন বিষয়বস্তু কি। ঘটনাক্রম বলার সময় কিছু কিছু জায়গাতে লেখক যদিও কল্পনার আশ্রয় নিয়েছেন সত্য প্রমানের অভাবে তাও সে কল্পনা আপনাকে হত্যাহ তো করবেই না বরঞ্চ আরও বাড়িয়ে দেবে আগ্রহ। গল্প পড়তে পড়তে কখনো হয়তো ভুলেই দেখবেন শাসকজাতির প্রতি কি ক্রোধ ই না আপনার জেগে উঠবে। গল্পের মাঝেই উঠে আসবে তদানীন্তন কিছু ঘটনাবলী যেমন বিজন সেতুর নামকরণের ইতিহাস এরকম আরও কিছু। তবে হ্যাঁ মাঝের কিছু অংশে লেখক আমাদের চিন্তনশক্তির উপর জোর দিতেই কিছু কিছু বর্ণনা দিয়েছেন শুধুমাত্র সেই জায়গাগুলিতে কেউ কেউ হয়তো খেই হারাতে পারেন তা নইলে  সময় পেলে একদিন পড়ে ফেলতেই পারেন বইটা অখুশি হবেন না।

রিভিউটি লিখেছেনঃ Jake Lockley

Post a Comment

0 Comments