একেন বাবু এবার কলকাতায়
একেন বাবুর নতুন সিরিজ "একেন বাবু এবার কলকাতায়" দেখলাম।
গল্পের শুরু হয় এক বৃষ্টির রাতে। আপাদমস্তক বর্ষাতি মুড়ে এক ভদ্রলোক বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেন একটি বুটিকে। তার পরের অংশ আর দেখানো হয় না। অন্যদিকে বাপী আর প্রমথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ নিয়ে কলকাতায় আসেন এবং এসে ওঠেন একেন বাবুর বাড়িতে। এই সময় একটি খুনের তদন্তের ভার এসে পড়ে একেন বাবুর ওপর। এই একটা খুন কিভাবে সিরিয়াল কিলিংয়ের রূপ নেয় এবং একেন বাবু কিভাবে তার সমাধান করেন সেই নিয়ে গল্প।
একেন বাবু বোধহয় একমাত্র সিরিজ যেটা আমি বইয়ের পাতায় পড়ার থেকেও পর্দায় দেখতে বেশি উপভোগ করি। একেন বাবুর এই গল্পটি অবশ্য আমার পড়া নেই তাই তুলনা না টেনে শুধুমাত্র সিরিজটা দেখার ভিত্তিতেই আলোচনা করছি।
কাহিনীর কথায় এলে বলতে হয় কাহিনীর মধ্যে কোনো নতুনত্ব নেই। গল্প হিসেবে কেমন রয়েছে জানি না কিন্তু সিরিজে যেভাবে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে তাতে করে একটু পর থেকেই আপনি বিষয়গুলোকে ভীষণভাবে প্রেডিক্ট করতে পারবেন এবং সব শেষে আপনার প্রেডিকশন পুঙ্খানুপুঙ্খ মিলেও যাবে।
অভিনয়ের প্রসঙ্গে বলি যে অভিনেতার পরিবর্তন নিয়ে আমার কোনো ছুঁতমার্গ ছিল না (সোশ্যাল মিডিয়াতে অনেককেই বলতে দেখছিলাম যে পুরোনোদের না ফেরালে তারা নাকি সিরিজ 'বয়কট' করবেন)। কিন্তু আমাকে হতাশ হতে হল। এর আগে দার্জিলিংয় নিয়ে সিনেমাটা দেখার সময় ভেবেছিলাম নতুন বলে চোখ সওয়াতে সময় লাগছে হয়ত কিন্তু এই সিরিজ দেখে বুঝলাম ব্যাপারটা শুধুমাত্র তা নয়। প্রথমর চরিত্রে সোমকের অভিনয় খুবই খারাপ। প্রমথ এবং একেন বাবুর মধ্যে যে খুনসুটিপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সোমক হয়ত সেই সম্পর্কের নির্যাসটা আত্মস্থই করতে পারেনি। তাই বিভিন্ন সময়ে সোমকের অভিব্যক্তি দেখলে মনে হবে চরম অপছন্দের কোনো মানুষের সঙ্গে তাকে জোর করে থাকতে বাধ্য করা হচ্ছে। প্রথমর চরিত্রের যে প্রাঞ্জলভাব- সেটা ভীষণভাবে মিস করেছি। বাপীর চরিত্র প্রমথর তুলনায় অনেক শান্ত হলেও সুহত্ৰ মুখোপাধ্যায় যেন শান্ত নয়, নিষ্প্রাণ হয়ে গিয়েছেন। গোটা সিরিজটা দেখলে ওদের চরিত্র দুটোকে আর আপনি আগের মত ভালোবাসতে পারবেন না, আপনার মনে কোনো দাগই কাটবে না।
একটা ব্যাপার, সেটা শুধু আমার ক্ষেত্রেই ঘটেছে কিনা জানি না তবে সুপারিকিলার, প্রাক্তন আই. পি. এস অফিসার স্যন্যাল আর চিত্রশিল্পী দত্তকে একই রকম দেখতে লেগেছে। যাইহোক, কিছু জায়গায় একেন বাবু বিষয়টা কেমন করে জানলেন তার উত্তর পাইনি। যেমন চুড়িদারে থাকা প্রিন্টের ইতিহাস একেন বাবু কেমন করে জানলেন সেটা বুঝতে পারলাম না।
অবশ্য এই সিজনের ইউ. এস. পি ছিল এর হিউমার। অন্য সিজনেও থাকে কিন্তু এই সিজনে একটু বেশিই হেসেছি। যার কারণে হয়ত একটানা আড়াই ঘণ্টা বসে সিরিজটা দেখতে পেরেছি এবং উপভোগ করেছি। এছাড়া স্বল্প সময়ের জন্য হলেও রূপল মেহেরাকে দেখানোটা একেন বাবু সিরিজের ভক্তদের কাছে একটা পাওনা। তবে রূপল মেহেরাকে নিয়ে বাপী বাবুর লেগ পুলিং করাটা এই সিজনে মিস করেছি।
পরিশেষে বলব যে অন্য সিজনের তুলনায় কাহিনী দুর্বল হলেও দেখতে অবশ্যই পারেন। উপভোগ করার মত উপাদান যথেষ্ট রয়েছে।
আমার ব্যক্তিগত রেটিং - ০৭/১০।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।