দৃশ্যম ২ মুভি ২০২২ Drishyam 2 Movie 2022

দৃশ্যম ২ মুভি ২০২২ Drishyam 2 Movie 2022

দৃশ্যম - ২ 
পরিচালকঃ Abhishek Pathak 
অভিনয়ঃ অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত প্রমুখ। 


অনেক দিন রিভিউ লেখা হয়নি। সিনেমা দেখেছি অনেকগুলো কিন্তু রিভিউ লেখার সময় হয়নি, হয়ত আস্তে আস্তে লিখব। যাইহোক, আজকে দেখলাম "দৃশ্যম - ২", আজকের চেয়েও বলা ভাল এইমাত্র দেখা শেষ করলাম। দেখার পর রিভিউটা না লিখে থাকতে পারলাম না। এখন বাজে রাত বারোটা চল্লিশ, হয়ত খুব বেশি কিছু লিখতে পারব না, তবুও খানিকটা লিখছি। 

     'দৃশ্যম - ২' এর গল্প শুরু হয় 'দৃশ্যম' যেখানে শেষ হয়েছিল তার সাত বছর পরে। দুই ঘন্টা উনিশ মিনিটের সিনেমায় প্রথম পঁয়তাল্লিশ মিনিট সেরকম উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। বিজয় তার পরিবার নিয়ে সুখে শান্তিতে (?) আর পাঁচটা মধ্যবিত্তের মত জীবনযাপন করছে। তার মানে কি শুরুর ওই সময়টা খুব বোরিং? আরে বোরিং কী বলছেন মশাই, শুরুর ওই সময়টাতে হয়ত আপনার শরীরটা শিরশির করে, গলা শুকোবে সবচেয়ে বেশি। বিজয় আর তার পরিবারকে যত দেখবেন ততই তাদের আপাত হাসির আড়ালে লুকিয়ে থাকা মানসিক চাপটা অনুভব করতে পারবেন এবং ওদের সঙ্গে প্রতিমুহূর্তে আপনারও বুকটা ধুকপুক করবে- কী হতে চলেছে এরপর! কী হতে চলেছে!

     সিনেমার অক্ষয় খান্নার চরিত্রটি প্রবেশ করার পর থেকে কাহিনী অত্যন্ত দ্রুত গতিতে এগোবে, আপনাকে তখন আর অন্য কোনো দিকে মনোযোগ দিতে দেবে না। সময় যত কমে আসবে আপনি হয়ত টেনশনে হাত কামড়াবেন- বিজয় কি তবে এর শেষরক্ষা করতে পারল না? আমাদের নৈতিক দিক হয়ত বলে বিজয় কোনো অন্যায় করেনি কিন্তু আইন তো তা মানে না। শেষমেশ কি খাতায় কলমে লেখা আইনই নিজেকে সবচেয়ে শক্তিশালী প্রমাণ করতে সক্ষম হবে? হয়ত তাই...

    প্রত্যেকটি চরিত্রের অভিনয় অসাধারণ। শুধুমাত্র মুখের অভিব্যক্তি দিয়ে যে কত কী বোঝানো যায় তা দৃশ্যমের মত দৃশ্যম- ২ তে দেখতে পারবেন। দৃশ্যম- ২ সাসপেন্স থ্রিলারের চেয়েও বেশি হয়ত আ স্টোরি অফ টুইস্ট। এত টুইস্ট এন্ড টার্ন আসবে গল্পে যে শেষমেশ কী হবে তা সিনেমা শেষ হয়ে নাম দেখানোর আগে অবধি আপনি আন্দাজও করতে পারবেন না। সিনেমা শেষ হয়ে যাবে, আপনার গায়ে যে কাঁটাগুলো দিয়েছিল সেগুলো রয়ে যাবে। একবারের জন্য হলেও আপনার মনে প্রশ্ন জাগবে - এখানেই শেষ তো নাকি আরও বাকি রয়ে গেল কিছু? 

       খেদ একটাই রয়ে গেল যে ট্রেলারে অক্ষয় খান্নার চরিত্রটিকে যেভাবে জোরালো করে দেখানো হচ্ছিল তাতে করে একটা টানটান দ্বৈরথ সমরের প্রত্যাশায় ছিল কমবেশি সকলেই কিন্তু সিনেমা দেখতে গিয়ে দেখলাম অক্ষয় খান্নার চরিত্রটি আদৌ ততটা জোরাল নয়। একজন টিপিক্যাল পুলিশ অফিসারের চরিত্র যাকে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হিসেবে বলা হলেও কাহিনীর মধ্যে সেই উপস্থাপনা নেই বললেই চলে। দৃশ্যমের ক্ষেত্রে গল্প ছিল দ্বিমুখী- একদিকে ছিলেন অজয় দেবগন এবং অন্যদিকে তব্বু। দৃশ্যম- ২ এ কাহিনী একমুখী- শুধু আর শুধুমাত্র অজয় দেবগণ যার কেন্দ্রে। বাকিরা নিছকই পার্শ্ব চরিত্র।

     যাইহোক, সব শেষে বলব যারা 'দৃশ্যম' দেখেছেন তারা তো চোখ বন্ধ করে দেখুন আর যারা 'দৃশ্যম' দেখেননি তারা ব্যাক টু ব্যাক দুটো মুভিই দেখে ফেলুন। না দেখলে আপনার লোকসান। ভারতীয় সিনেমার অন্যতম সেরা সাসপেন্স থ্রিলার দেখা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

আমার ব্যক্তিগত রেটিং-    ৯.৫/ ১০।

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments