দীঘল বাড়ির দুরন্ত দিনগুলো || সৈকত মুখোপাধ্যায়
সৈকত মুখোপাধ্যায় কত বড় মাপের লেখক তা আমরা সকলেই জানি। ওনার সৃষ্ট একটি চরিত্র নীল চ্যাটার্জি।
চরিত্রটি তুলনামূলক ভাবে পাঠক সমাজে কম জনপ্রিয়। হয়তো সকল উপন্যাসগুলো বই আকারে এখনও বেরোয়নি বলে।
আজ যে উপন্যাসের রিভিউ লিখছি, তা নীল চ্যাটার্জির প্রথম দিকের অ্যাডভেঞ্চার। নীল পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার।
ধনেশ পাখির প্রজনন চক্র ক্যামেরা বন্দী করতে সে ডুয়ার্সে আসে। তারপর তার সঙ্গে কি কি আশ্চর্য সব ঘটনা ঘটে, তা জানতে হলে অবশ্যই পড়তে হবে এই উপন্যাস।
আমি নিজে ডুয়ার্সের ছেলে হওয়ায় আরও বেশি উপভোগ করেছি উপন্যাসটি, বারবার রোমাঞ্চিত ও শেষে অশ্রুস্নাত হয়েছি।
যারা ডুয়ার্সের কথা জানেন না কিংবা শুধু বই / ইন্টারনেটেই পড়েছেন, এই উপন্যাস তাদের ডুয়ার্স ভ্রমণের ইচ্ছেকে আরও উস্কে দেবে।
আশা করি উপন্যাসটি পড়ার পর হতাশ হবে না
(পার্সোনাল রেটিংসঃ ৪.৭/৫)
রিভিউটি লিখেছেনঃ Tan
0 Comments
আপনার মতামত লিখুন।