ফেলুদার গোয়েন্দাগিরি – দার্জিলিং জমজমাট
দার্জিলিং জমজমাট একেবারেই মূল গল্পকে অনুসরণ করে বানানো। ফলে মূল গল্পের ভালোমন্দ দুটোই এখানে উপস্থিত। যার মূল গল্প ভালো লেগেছে, এখানেও লাগার কথা। সানডে সাসপেন্সেও যারা শুনেছে, তাদেরও ভালো লাগা উচিত। কিছু কিছু যায়গায় কিছু ডায়লগ চেঞ্জ করেছে, যেমন ব্যোমকেশের রেফারেন্স বসিয়েছে, সেগুলোও ভালই লেগেছে। অভিনয়ে টোটা যথাযথ, অনির্বান চক্রবর্তী জটায়ুর ভূমিকায় দারুণ, অনেক যায়গায় অভিনয়ে তিনি সবাইকে ছাপিয়ে গেছেন। আমার ব্যক্তিগতভাবে এই সিরিজে ডিরেক্টরের ভূমিকায় রাহুলকে সেরা লেগেছে। সিরিয়াস চরিত্রেও যথেষ্ট মজা এনে দিতে পেরেছেন।
পুরোনোদিনের আমেজ আনার জন্যে সেপিয়া টোন ব্যাবহার করেছে (ঐ আশির দশকের কালার যেমন হত আর কি), যাতে পুরোনো পুরোনো আমেজ এসেছে ঠিকই, কিন্তু দার্জিলিঙের পাহাড়গুলোর ওই সুন্দর গ্রিনারি একেবারে ফ্যাকাসে হয়ে মাঠে মারা গেছে। টাইগার হিলে সূর্যোদয়ের দৃশ্যও অতোটা খোলতাই হয়নি।
তবে মনের মধ্যে যদি ফেলুদা বললে শুধু সব্যসাচীর ইমেজ থাকে (সান্ডে সাসপেন্সে সব্যসাচীর কণ্ঠস্বর সেই ইমেজকে মনের মধ্যে গেঁথে দিয়েছে) তাহলে বিপদ, এটা পোষাবে না সেক্ষেত্রে। এবং সৃজিত পরিচালিত বলে অত্যধিক এক্সপেক্টেশান নিয়ে দেখতে বসলেও হতাশ হবে।
রিভিউটি লিখেছেনঃ The Nuclear Engineer
সৃজিত মুখোপাধ্যায় এর ফেলুদার গোয়েন্দাগিরি টিভি সিরিজের রিভিউটি লিখেছেনঃ a_worshipper_of_goat_Messi
হইচই
মূল গল্প - দার্জিলিং জমজমাট (সত্যজিৎ রায়)
কালই রিলিজ করেছে এই ওয়েব সিরিজটি। প্রচুর নেগেটিভ রিভিউ পড়ার পরে মনে হয়েছিলো হয়তো খুবই খারাপ হয়েছে। কিন্তু আজ সিরিজটা দেখে খুব একটা খারাপ লাগলো না। যারা এর আগে "ছিন্নমস্তার অভিশাপ" টা দেখেছেন তাদের হয়তো কিছুটা খারাপ লাগতেও পারে, সত্যি বলতে over-all ওটা বেটার ছিলো; তবে তা বলে এটা যে একেবারেই পাতে দেওয়ার অযোগ্য, সেটা কিন্তু নয়। আমার যথেষ্ট ভালো লেগেছে।
আগের সিজনের কথা যখন তুললাম তখন একটা কথা বলি "ছিন্নমস্তার অভিশাপ" এ তোপসের চরিত্রে কল্পন মিত্রকে অতটা ভালো লাগেনি, কিন্তু "ফেলুদার গোয়েন্দাগিরি" র তোপসে বেশ পরিণত অভিনয়ের দিক দিয়ে।
অভিনয়, এটাই এই সিজনের মেইন ইউএসপি। Tota Roy Choudhury যতো দিন যাচ্ছে ততো বেশি করে ফেলুদা চরিত্রকে পারফেকশন এর সাথে পর্দায় পেশ করছেন। অনির্বাণ চক্রবর্তীকে যখন প্রথম অভিনয় করতে দেখেছিলাম তখন থেকেই ওনাকে জটায়ু চরিত্রে দেখতে চেয়েছিলাম, এই সিজনে উনি অনেকটাই একেনবাবু থেকে জটায়ু হয়ে উঠতে পেরেছেন। বরুণ চন্দ থেকে সাহেব ভট্টাচার্য কারোরই অভিনয় খারাপ নয়, বরঞ্চ বলা যায় যতটুকু দরকার ততটুকুই অভিনয় করেছেন সবাই। শুধুমাত্র রজত/রমেনের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয়টা একটু বাড়াবাড়ি রকমের লাগলো।
সব শেষে বলি নেগেটিভ রিভিউ দেখে হতাশ না হয়ে সিরিজটি দেখে ফেলুন। ঠকবেন না। কাল তো রবিবার.....
সৃজিত মুখোপাধ্যায় এর ফেলুদার গোয়েন্দাগিরি টিভি সিরিজের রিভিউটি লিখেছেনঃ Subham Bhattacharyya
ফেলুদার গোয়েন্দাগিরি, এই সিরিজটি নিয়ে অনেক নেগেটিভ রিভিউ শুনেও না দেখে থাকতে পারলাম না কারণ ফেলুদা বলে কথা আবার দার্জিলিং এর প্রতি আলাদা একটা টান আছে, তাই দেখতে বসলাম। বলে রাখা ভালো আমি সেই দর্শক যে গল্পটাও পড়েছে, Sunday Suspence ও শুনেছে তাই একটা Comparison এর মনোভাব নিয়েই দেখতে বসেছিলাম। যতটা খারাপ শুনলাম ততটা না বরং কিছু ক্ষেত্রে ছিন্নমস্তার অভিশাপ এর থেকে ভালো। যারা গল্পটি পড়েনি তারা এটা একবার দেখতেই পারে। যারা পড়েছে তাদের Expectation এ Match করবে না তবে দেখা যেতেই পারে একবার।
Technical দিকটি খুব ভালো কিছু কিছু জায়গায় কিন্তু Comedy টা একটু বেশি হয়ে গেছে মানে Serious Scene গুলোও Comedy লাগছে। প্রধান চরিত্র বাদে বাকি চরিত্রদের প্রতি সেরম নজর দেওয়া হয়নি বলে মনে হয়।
একটা Average Show যেটি একবার দেখার জন্য ঠিক আছে।
0 Comments
আপনার মতামত লিখুন।