নাম - ডানাওলা মানুষ
লেখক - বিনোদ ঘোষাল
২০১১ সালে প্রথম যুব সাহিত্য অ্যাকাদেমি পায় বলেই পড়ার আগ্রহ জন্মায়।
নামই কীরকম একটা জাদু-বাস্তবতার ছোয়া আছে। আদতেও কিছু গল্পে সেটা দেখা যায়।এখানে প্রত্যেকটা কাহিনীই আমাদের অথবা আমাদের আপনজনের। গল্পগুলো বোঝার জন্য দৈহিক নয়, মানসিক দিক থেকে প্রাপ্তবয়স্ক হতে হতে হবে। ১২টি ছোটোগল্প না পড়ে ব্যাখা করা যাবে না। আমার বিশেষ করে ভাল লেগেছে- ডানাওলা মানুষ, শূন্যস্থান, ডানা, ডানাকাটা পরী, একটি মানুষীর কথা।
রিভিউটি লিখেছেনঃ Soumya
0 Comments
আপনার মতামত লিখুন।