চেরাপুঞ্জিতে চেরাগ - তপন বন্দোপাধ্যায় Cherapunjite Cherag by Tapan Bandyopadhyay

চেরাপুঞ্জিতে চেরাগ - তপন বন্দোপাধ্যায় Cherapunjite Cherag by Tapan Bandyopadhyay

চেরাপুঞ্জিতে চেরাগ - তপন বন্দোপাধ্যায় 


গোয়েন্দা গার্গী স্বামী সন্তান নিয়ে চেরাপুঞ্জিত ঘুরতে গিয়ে একটা মার্ডার কেসে জড়িয়ে পরে, তারপর ধীরেসুস্থে অপরাধীকে খুঁজে বের করে।

তিনটা উপন্যাসের মধ্যে এটা আমার সবথেকে কমজরি লেগেছে।
সাধারণত গার্গীর যে ধরণের লেখা পড়ে অভ্যস্ত সেই তুলনায় এর প্লট খুবই সাদামাটা। কিছু জায়গার লেখা একটু খাপছাড়া লেগেছে, যেন জোর করে ঢোকানো হয়েছে। শেষের অংশটাও খুব একটা চমকপ্রদ কিছু লাগেনি।
রেটিং : 2/5


Post a Comment

0 Comments