বইয়ের নামঃ ছদ্মবেশ
লেখকঃ সাদাত হোসাইন
সাদাত হোসাইন মূলত প্রেমের/সামাজিক উপন্যাস বা গল্প লেখক হিসেবেই জনপ্রিয়। কিন্তু আমার কাছে উনার কোনো বই না থাকায় গ্রুপে খুঁজি। তখন এই বইয়ের সন্ধান পায়। এই বইটি লেখকের লেখা প্রথম থ্রিলার। এই বারের বইমেলা থেকে উনার লেখা স্মৃতিগন্ধা এবং ইতি স্মৃতিগন্ধা বইদুটি সংগ্রহ করেছি। পড়া হয়ে ওঠেনি। যাই হোক, এবার ছদ্মবেশ বইটার কথায় আসি।
গল্প শুরু হয় সদ্য অবসরপ্রাপ্ত এক শিক্ষক, লতিফুর রহমান তার স্বপ্নের বাড়ী বানানো দিয়ে এবং সেই বাড়ী ভাড়া দেওয়া নিয়ে। এরই মধ্যে বাড়ীতে কয়েকদিন না থাকায় সেই বাড়ীতে খুন হয়ে যায় স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধানের ভাগ্নে। এদিকে বাড়ী ফিরে আসে উদ্ধার হয় লাশ কিন্তু লতিফুর রহমান খুঁজে পায় না যে তালাবন্ধ বাড়ীতে কিভাবে একটা লাশ আসে সেখানে। এমতাবস্থায় ভয় পেয়ে রহমান সাহেব লাশটাকে বাইরে আনানোর ব্যবস্থা করে কিন্তু পরে লাশ উদ্ধার হলে ইন্সপেকটর রেজা এর তদন্ত শুরু করেন। ঘটনা গড়াতে শুরু করে এবং একের পর এক নতুন তথ্য আসতে শুরু করে।
উপন্যাস হিসেবে আমার মোটামুটি লেগেছে। শেষের দিকে এসে প্রচুর নতুন তথ্য এসে ঘটনার মোড় পাল্টাতে থাকে। মোটের উপর পড়তে ভালো লেগেছে। তবে থ্রিলার হিসাবে গল্পে আরো একটু গতি এবং মোচড় থাকলে ভালো হত। প্রথম লেখা হিসাবে ভালো, আশা করা যায় ভবিষ্যতে আর একটু ভালো লেখা পাবো। একবার পড়া যায় অবশ্যই।
ব্যক্তিগত রেটিংঃ ৩.৫/৫
রিভিউটি লিখেছেনঃ উত্তরণ
0 Comments
আপনার মতামত লিখুন।