ব্রহ্মার কোলকাতা আগমন - কান্তি পি দত্ত Bramhar Kolkata Agamon by Kranti P Datta

ব্রহ্মার কোলকাতা আগমন - কান্তি পি দত্ত Bramhar Kolkata Agamon by Kranti P Datta

ব্রহ্মার কোলকাতা আগমন
কান্তি পি দত্ত


আমি আগাগোরাই থ্রিলার, গোয়েন্দা বা সামাজিক উপন্যাসের ভক্ত। স্যাটায়ার ভালো লাগে। তবে মোটা দাগের স্যাটায়ার উপন্যাস এর আগে পড়া হয় নি। ভাল লাগবে কি লাগবে না ভাবতে ভাবতে পরে ফেললাম "ব্রহ্মার কোলকাতা আগমন"।

৮ টি অনুচ্ছেদের মোড়কে মোরানো নিখুত পলিটিক্যাল স্যাটায়ার। সমাজতান্ত্রিক জটিলতার বিভিন্ন বাক, হাস্যকর নিয়ম, ইত্যাদি যা সাধারন আমজনতার দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ সেগুলোর মুখোমুখি হয়েছেন স্বয়ং ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ, প্রমুখ দেবতাগণ। 

ভাবুন একবার, যদি অসুরদের নরকবাস খুব একঘেয়ে লেগে থাকে কিংবা অসুরদেরও যদি স্বর্গলাভ করার বাসনা জাগে মনে, তাহলে? অসুররা স্বর্গ দখল করে ফেলে আর আর দেবতারা চলে আসেন মর্ত্যে। গোবরবাবু নামের এক সাধারন সরকারী কর্মচারীর দেবতা আপ্যায়নের উপ্যাখান দেখিয়ে দিয়েছে যে একটা দেশের আমলাতান্ত্রিক জটিলতা এবং ক্ষমতার অপব্যবহার কিভাবে দেশটিকে মগের মুল্লুকে পরিনত করে।

দেবতা হন আর যাই হন, আপনি তো আর দেশের মন্ত্রী বা জেনারেল নন, তাহলে আপনাকে দাদা ধর্মঘটের মুখোমুখি হতেই হবে কিংবা পাব্লিকের টিটকারি সহ্য করতেই হবে। দেবতাদের হেনস্থার মধ্য দিয়ে আসলে আমরা আমজনতা কিভাবে রাজনৈতিক যাতাকলে পিষ্ট হচ্ছি তা রম্য উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়েছে। 

সবচে বেশি ভাল লাগছে খুব ক্যাজুয়াল ভাষার ব্যবহার। এখানে উত্তম পুরুষে সাংবাদিক সাহেব ঘটনা বর্ননা করেছেন। মনে হয় যেন পাশের বাড়ির দাদু বা বড় দাদা ঘটনাটি বলছেন।

এক কথায় অনবদ্য। 
পুনশ্চঃ রিভিও লেখার পর নিজে রিভিও পরে বুঝতে পারছি, লেখকের লেখা যতটা সুরম্য হয়েছে আমার রিভিও ততটাই অখাদ্য হয়েছে। কেউ রিভিউ জাজ করে বইটাকে জাজ করবেন না। যারা স্যাটায়ার পড়ে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য "ব্রহ্মার কোলকাতা আগমন"। 
ধন্যবাদ

রিভিউটি লিখেছেনঃ Nafiul Islam

Post a Comment

0 Comments